রবিবার, ২১ জুন ২০২০
মহামারির মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী জনসভা শুরু
Home Page » প্রথমপাতা » মহামারির মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী জনসভা শুরুপ্রতিবেদক বঙ্গনিউজঃ
বছরের শেষে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মহামারির মধ্যে নিজের প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্চ মাসে দেশটিতে লকডাউন শুরুর পর এই প্রথম জনসভায় বক্তব্য রাখলেন মি. ট্রাম্প।
চলতি সপ্তাহের শুরুতে তিনি টুইটারে লিখেছিলেন, টুলসার ব্যাংক অব ওকলাহোমা সেন্টারের এই অনুষ্ঠানটিতে অংশ নিতে প্রায় দশ লাখ লোক টিকেট চেয়ে অনুরোধ জানিয়েছে।
কিন্তু অনুষ্ঠান শুরুর পর দেখা যাচ্ছে ১৯ হাজার আসনের ওই সেন্টারটি পুরো ভরেনি, এবং জনসভায় আসা সমর্থক যারা ভেতরে জায়গা না পেয়ে বাইরে অপেক্ষমাণ, তাদের জন্য আলাদা ভাষণ দেবার মি. ট্রাম্পের পরিকল্পনাও বাতিল করা হয়েছে।
এই অনুষ্ঠানের কারণে কোভিড-১৯ রোগের বিস্তার আরো ছড়িয়ে পড়তে পারে এমন আশংকা করা হয়েছে।
সমর্থকেরা মি. ট্রাম্প আসার আধ ঘণ্টা আগে ভেন্যুতে প্রবেশ করেন
র্যালির মাত্র কয়েক ঘণ্টা আগে নির্বাচনী প্রচারণা দল জানিয়েছে তাদের ছয়জন কর্মী যারা এই জনসভা আয়োজন করছিল তারা কোভিড-১৯ পজিটিভ বলে শনাক্ত হয়েছেন।
মি. ট্রাম্পের এই জনসভা মহামারি শুরুর পর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সবচেয়ে বড় ইন-হাউজ জনসমাগমের একটি।
অনুষ্ঠানে আসা সমর্থকদের কোন ধরণের অসুস্থতার জন্য নির্বাচনী প্রচারণা দল দায়ী থাকবে না - মর্মে এক ফর্মে স্বাক্ষর করেই জনসভায় যোগ দিয়েছেন অংশগ্রহণকারীরা।
জনসভা সামাজিক দূরত্ব মেনে করতে হবে, এমন একটি আর্জি শুক্রবার ওকলাহোমার সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:৫০:২৭ ৪৬৬ বার পঠিত #ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী জনসভা #মহামারির মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী জনসভা শুরু