বুধবার, ২৪ জুলাই ২০১৩
চট্টগ্রাম এলাকাবাসীর ওয়াসার সামনে কর্মসূচি পালন
Home Page » জাতীয় » চট্টগ্রাম এলাকাবাসীর ওয়াসার সামনে কর্মসূচি পালন
চট্টগ্রামে ওয়াসা অফিস ঘেরাও |
বঙ্গনিউজ ডটক চট্টগ্রাম : গত কয়েকদিন ধরে পানি না পেয়ে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরীর লালখান বাজারের মতিঝর্ণা এলাকার বাসিন্দারা খালি পানির কলস নিয়ে ওয়াসা অফিস ঘেরাও করে বিক্ষোভ ক শুধু লালখান বাজার নয়, নগরীর আগ্রাবাদ হালিশহরসহ বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে তীব্র পানি সংকট চলছে। এলাকাবাসী জানান, গত তিন-চারদিন ধরে পানি নেই। পানির জন্য নিত্যপ্রয়োজনীয় কাজকর্ম কিছুই করা যাচ্ছে না। এলাকাবাসী চরম দুর্ভোগে ভুগছে। তাই বাধ্য হয়ে ওয়াসার সামনে এ কর্মসূচি পালন করা হয়েছে। এদিকে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ বলছে, ওই এলাকায় পানির লাইনের সংযোগসহ সবকিছুই ঠিক আছে। কিন্তু মতিঝর্ণা পাহাড়ের ওপরে যে কয়েকটি লাইন সংযোগ আছে তা ওয়াসার আওতাভুক্ত নয়। চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মো. আবদুল করিম চৌধুরী বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দেখিছি পানির লাইনের সংযোগ ঠিক আছে, পানিও আছে। তবে অবৈধভাবে পাহাড়ের উপরে যে সংযোগগুলো নেওয়া হয়েছে সেগুলোতে হয়তো পানি নেই। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের এ সংযোগ চট্টগ্রাম ওয়াসার আওতাভুক্ত নয়। |
বাংলাদেশ সময়: ৩:১৪:১৫ ৫২৬ বার পঠিত