রবিবার, ২১ জুন ২০২০

“মন যে আমার ডানা মেলেছে”-রাধা বল্লভ রায়

Home Page » বিনোদন » “মন যে আমার ডানা মেলেছে”-রাধা বল্লভ রায়
রবিবার, ২১ জুন ২০২০



“আসুন স্বাস্থ্য বিধি মেনে চলি”
_____________________

রাধা বল্লভ রায়

মনে আমার রঙ লেগেছে

সঙ্ সেজেছি তাই
যেথায় আমার মনটি যায়
সেথায় চলে যাই।
মন পবনের নৌকারে ভাই
চলি একা একা
মনের কথা খুলে কই
পেলে কারও দেখা।
পাহাড় নদী ঝর্ণাধারা
দেখতে যখন যাই
মন উড়ে যায় পাহাড় চূড়ায়
কী আনন্দ পাই।
আকাশ নীলে মন রাঙিয়ে
চাঁদের দেশে যাই
কী যে মধুর চাঁদের হাসি
আমিও হাসি তাই।
মন উড়ে যায় মঙ্গল গ্রহে
মনের মানুষ চাই
যতন করে খুঁজবো আমি
যদি তারে পাই।
কল্প পূরী উড়ে যাব
মেলে রঙিন ডানা
যেথায় খুশি সেথায় যাব
নেইকো কোন মানা।

******************

বাংলাদেশ সময়: ১২:১১:৫০   ৮৪৯ বার পঠিত   #  #  #  #