বুধবার, ২৪ জুলাই ২০১৩
ঈদের পর সবাইকে রাজপথে নামার আহবান জানান বেগম খালেদা জিয়া
Home Page » প্রথমপাতা » ঈদের পর সবাইকে রাজপথে নামার আহবান জানান বেগম খালেদা জিয়াবঙ্গ-নিউজ ডটকমঃ বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামীলীগ বা শেখ হাসিনার অধীনে নির্বাচন নয়। ঈদের পরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলনে জোরদার হবে।এ আন্দোলনে সবাইকে রাজপথে নামার আহবান জানান তিনি।আজ মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলের পাশে আয়োজিত বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পেশাজীবীদের উদ্দেশ্য খালেদা জিয়া বলেন, আপনারা জানেন দেশের বর্তমান অবস্থা কি। তাই সকলের দায়িত্ব হলো জালিম অত্যাচারি সরকারের হাত থেকে দেশকে মুক্ত করা। তিনি আরো বলেন, সরকার জানে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিলে জনগণ তাদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের সভাপতিত্বে এতে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দৌজা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড.এমাজ উদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. এম এ মাজেদ, ঢাবির সাবেক প্রো- ভিসি অধ্যাপক ড.আ.ফ.ম ইউসুফ হায়দার, বিএফইউজের মহাসচিব শওকত মাহমুদ প্রমুখ এতে উপস্থিত ছিলেন। |
বাংলাদেশ সময়: ২:৫৯:৫৫ ৩৭০ বার পঠিত