শুক্রবার, ১৯ জুন ২০২০

২০১১ বিশ্বকাপ জয় নয়, ক্রয় করেছে ভারত.!! দাবি শ্রীলংকান সাবেক ক্রীড়া মন্ত্রীর।

Home Page » ক্রিকেট » ২০১১ বিশ্বকাপ জয় নয়, ক্রয় করেছে ভারত.!! দাবি শ্রীলংকান সাবেক ক্রীড়া মন্ত্রীর।
শুক্রবার, ১৯ জুন ২০২০



ফাইল ছবি

২০১১ বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ২য় বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারত। নিঃসন্দেহে বড় গর্বের বিষয় ভারতীয়দের জন্য। কিন্তু সে ফাইনালের সব অবিস্মরণীয় স্মৃতিগুলো নাকি ছিল পাতানো! এমনটাই দাবি করেছেন শ্রীলঙ্কার তৎকালীন ক্রীড়ামন্ত্রী মাহিনদানান্দা আলুথগামাগে। রাখঢাক না রেখে সরাসরিই বলেছেন, “ভারতের কাছে ২০১১ বিশ্বকাপ ফাইনাল বিক্রি করেছে শ্রীলঙ্কা!”

বিশ্বকাপ শিরোপা, নিঃসন্দেহে যেকোনো দেশের জন্য অনেক বড় অর্জন। আর বিশ্বকাপের দশম আসরের চিত্রনাট্য যেন নিজ হাতে লিখেছিলেন ক্রিকেট-বিধাতা। ক্রিকেটের মহানায়কের দীর্ঘ অপেক্ষার অবসান হয় নিজ শহরে। ২৮ বছর পর আবার বিশ্বকাপ জিতে ভারত। নিজের ষষ্ঠ আসরে এসে পরম আকাঙ্ক্ষিত শিরোপার স্বাদ পান শচীন টেন্ডুলকার।

ঐতিহাসিক সে ম্যাচে শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া ২৭৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে গৌতম গম্ভীর ও মহেদ্র সিং ধোনির দারুণ দুটি ইনিংসে জয় পায় ভারত। গম্ভীর খেলেন ৯৭ রানের ইনিংস আর ধোনির ব্যাট থেকে আসে ৯৭ রান। বিশেষকরে জয়সূচক রান যেটা ধোনি মেরে দলের জয় নিশ্চিত করেছিলেন সে মুহূর্ত তো কদিন আগেও আইসিসির সেরা মুহূর্তের একটি হিসেবে ঘোষণা করে।

তবে আলুথগামাগের মন্তব্যে উত্তপ্ত ক্রিকেট বিশ্ব। তার ভাষ্য মতে সেই ফাইনালটি ছিল পাতানো। স্থানীয় টিভি চ্যানেল সিরাসাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আজকে আমি আপনাদের বলছি, ২০১১ বিশ্বকাপ আমরা বিক্রি করেছি। আমি এমনটা বলছি, কারণ তখন আমি ক্রীড়ামন্ত্রী ছিলাম।’

এর আগে রানাতুঙ্গা ২০১৭ সালে অভিযোগ করেছিলেন, ২০১১ বিশ্বকাপের ফাইনাল নিয়ে তার সংশয় আছে। দাবি তুলেছিলেন, যেন ওই ফাইনালটা তদন্ত করে দেখা হয়। আরও বেশি কিছু বলার ইঙ্গিত দিয়েছিলেন, ‘আমি এখনই সবকিছু বলতে পারছি না। তবে সময়ের সাথে সব বেরিয়ে আসবে।’ যদিও ভারত ও শ্রীলংকার খেলোয়াড়েরা সেই অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন।

ভারতীয় ক্রিকেটারদের পক্ষ থেকে অবশ্য এমন দাবির বিপক্ষে সব সময়ই শক্তিশালি অবস্থান দেখা গেছে।
তবে সে ম্যাচের সেঞ্চুরিয়ান জয়াবর্ধনে এক হাত নিয়েছেন আলুথগামাগেকে। রাজনৈতিক কারণে এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছেন তিনি। টুইটারে তিনি লিখেছেন, ‘নির্বাচন কাছে আসছে আর সার্কাস শুরু হচ্ছে.!’

বাংলাদেশ সময়: ১৩:০৭:১১   ৬২৫ বার পঠিত   #  #  #