বুধবার, ১৭ জুন ২০২০

লাদাখে ভারত-চীন সংঘর্ষ! সর্বদলীয় বৈঠকের ডাক নরেন্দ্র মোদীর

Home Page » বিশ্ব » লাদাখে ভারত-চীন সংঘর্ষ! সর্বদলীয় বৈঠকের ডাক নরেন্দ্র মোদীর
বুধবার, ১৭ জুন ২০২০



ফাইল ছবি

মোঃ রফিকুল ইসলাম
বঙ্গ-নিউজ:

লাদাখের সুউচ্চ পর্বতমালায় গালওয়ান নদীর পূর্ব পার ধরে পেট্রোলিংয়ে বেরিয়েছিল ভারতীয় সেনার বিহার রেজিমেন্টের একটি পেট্রোলপার্টি। তাদের সঙ্গেই চীনের সেনাদের তীব্র সংঘাত হয়। ঘটনাটি ঘটে গত সোমবার গভীর রাতে। গত প্রায় এক মাস ধরে এই অঞ্চলটি নিয়ে বিতর্ক চলছে ভারত এবং চীনের মধ্যে। ভারতের অভিযোগ, লাইন অফ কন্ট্রোল উপেক্ষা করে ভারতে ঢুকে পড়েছে চীনের সেনারা। চীনের পাল্টা অভিযোগও একই রকম।

মঙ্গলবার সংঘাতের কথা স্বীকার করে বিবৃতি প্রকাশ করেছিল ভারতীয় সেনাবাহিনী। তাতে বলা হয়, অন্তত ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। তার মধ্যে একজন অফিসার। আহত আরও অনেকে।
চীনের সেনা বাহিনীর তরফ থেকে অবশ্য এখনও কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। সরকারি ভাবে ক্ষয়ক্ষতির কথাও জানানো হয়নি। তবে চীনের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, সে দেশেও বেশ কিছু সেনার মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের দাবি ভারতের সেনা চীনের রেডিও ইন্টারসেপ্ট করে জানতে পেরেছে অন্তত ৪৩ জন চীনের সেনা নিহত হয়েছেন।

এ দিকে ভারত-চীন সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও কোনও বিবৃতি না দেওয়ায় বুধবার সকালেই টুইটারে তার নীরবতা নিয়ে প্রশ্ন করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁন্ধী।

তবে ভারত-চীন সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করতে সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিকেল পাঁচটায় এই বৈঠক ডাকা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। কংগ্রেস-সহ সব বিরোধী দলকেই আমন্ত্রণ জানানো হবে বৈঠকে।

বাংলাদেশ সময়: ১৭:৩২:২৭   ৭৪৩ বার পঠিত   #  #