মঙ্গলবার, ১৬ জুন ২০২০

ভাঙ্গায় মোটর সাইকেল ট্রাক সংঘর্ষে নিহত-১

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় মোটর সাইকেল ট্রাক সংঘর্ষে নিহত-১
মঙ্গলবার, ১৬ জুন ২০২০



দূর্ঘটনাকবলিত ট্রাক, মোটর সাইকেল ও নিহতের মরদেহ
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় মোটর সাইকেল ট্রাক সংঘর্ষে মোঃ মুসা মুন্সি (৫০) নামক এক মোটর সাইকেল নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া বাসষ্ট্যান্ড সংলগ্ন স্থানে এ দূর্ঘটনা ঘটে।
মোঃ মুসা মুন্সি সদরপুর থানার উজিরখারকান্দি গ্রামের মৃত সাত্তার মুন্সির ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, ভাঙ্গা থেকে সদরপুরের উদ্দেশ্যে মোটর সাইকেল (ফরিদপুর হ ১২-৫০২৫) চালিয়ে মুসা মুন্সি যাচ্ছিলেন। পিছন দিক থেকে আসা ফরিদপুর গামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৫-৪৫৫৩) মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটর সাইকেলটির চালক ছিঁটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ জুয়েল জানান, পরিবারের কাছে মুসা মুন্সির মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে চালক ও হেলপার পলাতক রয়েছে তবে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যপারে একটি মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:২৩:১২   ৮৫০ বার পঠিত   #  #  #