সোমবার, ১৫ জুন ২০২০

মেয়র কামরানের মৃত্যুতে হাসুস পরিবারের শোক প্রকাশ

Home Page » সারাদেশ » মেয়র কামরানের মৃত্যুতে হাসুস পরিবারের শোক প্রকাশ
সোমবার, ১৫ জুন ২০২০



---

বঙ্গনিউজ ডেস্কঃ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক জননন্দিত মেয়র বদর উদ্দিন কামরান গতকাল মাঝ রাতে ইন্তেকাল করেছেন।এতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন হাওরের সাহিত্য ও সামাজিক সংগঠন হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা (হাসুস)বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ।আজ বেলা ১০ টা ৪৮ মিনিটে সংগঠণটির অফিসিয়াল পেজ“হাসুস বাংলাদেশ” থেকে এক ফেইসবুক ঘোষণার মাধ্যমে এই শোক প্রকাশ করেন তাঁরা। এসময় পরকালে কামরানের চিরশান্তি ও কামনা করেন।পাঠকদের সুবিধার্থে পুরো স্ট্যাটাসটি নিচে তুলে ধরা হলো।

“সিলেট সিটির সাবেক জননন্দিত মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান’র অকাল মৃত্যুতে সম্মিলত হাসুস পরিবার অফিসিয়াল্লী গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।জনসেবায় তাঁর অবদান হাসুস পরিবার গভীর শ্রদ্ধা ভরে চিরদিন স্মরণ করবে।সেই সাথে হাসুস পরিবার পরকালে তাঁর আত্মার চিরশান্তি কামনা করছে।”

বাংলাদেশ সময়: ১১:০০:৪৯   ৬৪২ বার পঠিত