সোমবার, ১৫ জুন ২০২০
অভিনেত্রীর গাড়িতে শতাধিক মদের বোতল!!
Home Page » বিনোদন » অভিনেত্রীর গাড়িতে শতাধিক মদের বোতল!!স্বপন চক্রবর্তী,বঙ্গ-নিউজ অবৈধভাবে মদ নিয়ে যাবার পথে ধৃত হলেন অভিনেত্রী রাম্যা কৃষ্ণাণ। পুলিশি ঝামেলায় পড়লেন এই তামিল অভিনেত্রী। তার গাড়ি থেকে একশ’রও বেশি মদের বোতল উদ্ধার করেছে চেন্নাই পুলিশ। এরপর পুলিশি হেফাজতে নেওয়া হয় তাকে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দক্ষিণ ভারতের মামল্লপুরম থেকে চেন্নাই যাওয়ার পথে চেঙ্কালপেট নামক জায়গায় চেকপোস্টে রাম্যার গাড়ি আটকে দেয় পুলিশ। এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে ৯৬ বোতল বিয়ার এবং ৮ বোতল ওয়াইন উদ্ধার করা হয়। যা বৈধ নয়। সেসময় রাম্যা ও তার বোন বিনয়া কৃষ্ণাণ গাড়িতে উপস্থিত ছিলেন। গাড়িতে মদের বোতল পাওয়ায় তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়। গাড়ির চালক গ্রেফতার করা হলেও জেরা করার পর ব্যক্তিগত জামিনে মুক্তি পান রাম্যা এবং তার বোন।
ভারতের দীর্ঘ দিনের লকডাউনের পরে তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের শাখাগুলোতে মদ বিক্রি শুরু হলেও চেন্নাইতে এখনও শুরু হয়নি। এর মধ্যেই শতাধিক মদের বোতল নিয়ে পুলিশের কাছে আটক হন ‘বাহুবলী’খ্যাত অভিনেত্রী রাম্যা।
বাংলাদেশ সময়: ১০:৩৫:৩৩ ৬৭৪ বার পঠিত #অবৈধ #অভিনেত্রী #গেফতার রাম্যা #তামিল #মদ রাখা