সোমবার, ১৫ জুন ২০২০
আষাঢ় তুমি- মোসাম্মৎ আয়েশা আক্তার
Home Page » সাহিত্য » আষাঢ় তুমি- মোসাম্মৎ আয়েশা আক্তার“আষাঢ় তুমি”
মোসাম্মৎ আয়েশা আক্তার
আষাঢ় তুমি এসেছ
কদম ফুলের পাপড়িতে পাপড়িতে,
আষাঢ় তুমি নেমেছ
মনের গহীনে।
তোমার ঝুম বৃষ্টির শব্দে,
নিসঙ্গ মনের কোণে
দুঃখবোধেরা উঁকি দিয়ে যায়-
কতই না সংগোপনে।
আষাঢ় তুমি ধুয়ে-মুছে নিয়ে যাও;
করোনার আগ্রাসী থাবাকে।
আষাঢ় তুমি নীলাভ সবুজ প্রকৃতির মতো
মৃত্যু পুরীর ক্লান্তপ্রাণ আমাদের-
সতেজতা যাও দিয়ে।
বাংলাদেশ সময়: ১:২০:৪৩ ৭৪৯ বার পঠিত #আষাঢ় তুমি #ছোট কবিতা #মোসাম্মৎ আয়েশা আক্তার