শনিবার, ১৩ জুন ২০২০
পরপারে চলে গেলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম
Home Page » জাতীয় » পরপারে চলে গেলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিমসাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকদিন ধরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন তিনি। মোহাম্মদ নাসিমের ছেলে তানভির শাকিল জয় সাংবাদিকদেরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
লাইফ সাপোর্টে থাকা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুর খবর জানিয়ে তানভীর শাকিল জয় সাংবাদিকদেরকে বলেন, ‘আব্বা আর নেই।’ আর স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী আল ইমরান চৌধুরী তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, বেলা ১১টা ১০ মিনিটে তার মৃত্যুর ঘোষণা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩:২৮:৩৬ ৭০১ বার পঠিত #মোঃনাসিম #সাবেক স্বাস্থ্যমন্ত্রী