শনিবার, ১৩ জুন ২০২০

গু ল শা ন আ রা রু বী র কবিতা শুকনো ফুল

Home Page » সাহিত্য » গু ল শা ন আ রা রু বী র কবিতা শুকনো ফুল
শনিবার, ১৩ জুন ২০২০



গুলশান আরা রুবী

শুকনো ফুলের পাপড়ি ঝরা ,

দুনিয়ার জীবন তেমন খড়া।


জীবন নদী পাড়ি দিতে ভেঙেছে আজ  কূল

এ জীবনে আর কি পাবো সেই তাজা ফুল।


ভুলে ভুলে জীবন যায় ভুলের নাই যে শেষ কভু ,

আর কত দেব সেই ভুলেরি মাশুল কখন শেষ হবে প্রভু ।


পড়ন্ত বিকেলের মত হবে যে মরণ,

সূর্য ডুবার সাথে চলে যাবে এ জীবন।


কত বৃষ্টি ঝরেছে অঝরে মেঘের কূলে,

চাঁদের বুকে আঁধার যেন ডাকছে হাত তুলে।


বিশ্ব ভ্রমাণ্ডে এ জীবন দিশেহারা আঁধার ঘর

সবাই যে ভুলে গেছে সেই জীবন হবে পর।


একি অদ্ভূত কাঁচের পৃথিবী ভেঙে যাবে একদিন,

এক ফুঁ ছোঁয়া লাগলেই  ধ্বংস হবে সেই দিন।


নিজের আপন ঘর হবে যে মাটির বিছানা ,

ভুলে গিয়েছি এ জীবনে মাটির ঘর ঠিকানা।

বাংলাদেশ সময়: ১১:২৩:৫৯   ৭৯৩ বার পঠিত   #