শনিবার, ১৩ জুন ২০২০
আফগানিস্তানের কাবুলে মসজিদে হামলা: ৪জন নিহত
Home Page » প্রথমপাতা » আফগানিস্তানের কাবুলে মসজিদে হামলা: ৪জন নিহতস্বপন চক্রবর্তী,বঙ্গ-নিউজ: কিছুদিন পূর্বেই এক জানাজা অনুষ্ঠানে হামলা হয় আফগানিস্তানে। আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় বিস্ফোরণের আর একটি ঘটনা ঘটেছে। এতে ওই মসজিদের ইমামসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানান।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিখ আরিয়ান সাংবাদিকদের বলেন , প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে মসজিদের ভেতরে বিস্ফোরক আগে থেকে রাখা হয় এবং শুক্রবার জুমার জুমার নামাজের সময় বিস্ফোরণ ঘটে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই হামলায় চার জন নিহতের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিস্ফোরণে কাবুলের শের শাহ সুরি মসজিদের ইমাম ও তিন জন মুসল্লি নিহত হয়েছে। আহত আরও বেশ কয়েক জন।
তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে খবরে বলা হয়েছে। এনডিটিভি।
বাংলাদেশ সময়: ১১:০৪:৫৭ ৫৫৪ বার পঠিত #কাবুল #নামাজে হামলা #মসজিদে নিহত ৪ #মসজিদে হামলা