সোমবার, ৮ জুন ২০২০

ফরিদপুরে হাসপাতালের ময়লার ঝুড়িতে শিশুর লাশ

Home Page » প্রথমপাতা » ফরিদপুরে হাসপাতালের ময়লার ঝুড়িতে শিশুর লাশ
সোমবার, ৮ জুন ২০২০



শিশুর মরদেহ

জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর জেলা শহরের বে-সরকারী হাসপাতাল আল-মদিনা হাসপাতালের ডাষ্টবিন থেকে ৫/৬ মাস বয়সী এক অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার রাত আনুমানিক ৮টায় শহরের পশ্চিম খাবাসপুর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থিত আল-মদিনা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগণস্টিক সেন্টারের একটি ময়লার ঝুড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
হাসপাতালে অবস্থানরত এক ব্যক্তি এই প্রতিনিধিকে জানায়, রাত আনুমানিক ৮টার দিকে হাসপাতালের একটি ময়লার ঝুড়িতে শিশুটির লাশ পড়ে থাকতে দেখি আমরা। পরবর্তীতে তরিঘরি করে লাশটি হাসপাতাল কর্তৃপক্ষ সরিয়ে ফেলেছে।
এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের কর্তৃপক্ষ (মালিক) মোঃ জাকারিয়া পলাশ জানান, রাত আটটার দিকে আমরা ঘটনাটি জানতে পারি। সাথে সাথে আমরা কোতয়ালী থানা পুলিশকেও অবগত করেছি। তবে শিশুটির পরিচয় আমরা জানতে পারিনি। শিশুটির বয়স ৫/৬ মাস হবে। আমরা সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করছি, সিসি ক্যামেরায় ধরা পড়লে আমরা লাশের পরিচয় বলতে পারবো।
তবে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলো কি-না জানতে চাইলে কোনো সদুত্তোর পাওয়া যায়নি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে।
এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানা অফিসার্স ইনচার্জ মোরশেদ আলমের নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ব্যস্ততার কারনে ফোনটি কেটে দেন, তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৪:৩৬:৫০   ৪৬০ বার পঠিত   #  #  #