শনিবার, ৬ জুন ২০২০

আজ আর আমি নাই - রোজিনা মাহমুদ রোজী

Home Page » সাহিত্য » আজ আর আমি নাই - রোজিনা মাহমুদ রোজী
শনিবার, ৬ জুন ২০২০



আজ আর আমি নাই

চৈত্রের শেষ বৈশাখের তান্ডব আগমন
সমস্ত জল্পনা-কল্পনার অবসান
তপ্ত মাটি পেয়েছে তৃপ্তির স্বাদ
তখন আমি আর নাই তোমাদের মাঝে
যখন ছিলাম তখন ছিলাম অবাঞ্ছিত
উপেক্ষা আর অবজ্ঞার অন্ত ছিলো না
আর এখন সেই আমি টাই লক্ষী মন্ত
বাহ! চমৎকার একটু বাহবার আশায়
প্রানান্তকর কত না চেষ্টা অব্যাহত ছিলো
তবুও তখন মুখ ফিরিয়ে ছিলে
আর আজ সদলবলে নহবত বাজিয়ে প্রশংসার ডামাডোল
অস্তিত্ব বিনাশী ঔষধ বিনামূল্যে বিপনন করে
পলে অনুপলে স্লোপয়জনিংয়ে শান্ত নিথর আমি
সত্যিই সবকিছু স্যালুকাস বর্ণচোরা
এক নিমিষেই খোলশ পরিবর্তন
একমুঠো অন্ন হারানোর ভয়ে নির্বাক
আজ সে অন্নপূর্ণা আতর মাখা শায়িত প্রতিমা
বিসর্জ্জনের পূজার ডালায় কত আয়োজন?
চোখে ছিলো নীলাকাশ বুকে ছিলো বিশ্বাস
দীর্ঘশ্বাস জমতে জমতে বুকের ভেতরটা হিমালয়
রেখে গেছি অতৃপ্তি ভরা অভিমানের লু-হাওয়া
নব সজ্জিত আপ্যায়নে বিমোহিত নিথর আমি
আজ আমি শান্ত তৃপ্ত অবিচল
বন্ধ হয়েছে অবিরাম ছুটে চলা
বন্ধ হয়েছে খৈ ফুটানো কথা বলা
নিশ্চল নিরবতা মুদিত আখিঁ
কখন যে উড়ে গেছে প্রাণ পাখি?
আছে সুরভি ফুল, আছে পাখির গান
শুধু এ-ই আমাতে নাই প্রাণ।

তোমাদের উচ্ছ্বসিত প্রশংসা ক্রন্দন সানাই
কিন্ত আজ! আজ আর আমি নাই।

কবি রোজিনা মাহমুদ রোজী

বাংলাদেশ সময়: ১:১৩:৪১   ৮২৯ বার পঠিত   #  #  #  #