মঙ্গলবার, ২ জুন ২০২০
এসএসসি ফলাফলে টঙ্গিতে সেরা সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন
Home Page » পড়ালেখা ও সাজেশন্স।। » এসএসসি ফলাফলে টঙ্গিতে সেরা সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতনবঙ্গ-নিউজ-
টঙ্গীর ঐতিহ্যবাহী সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে মোট ৪৯২ জনের মাঝে ৪৯০ জন কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১৩৫ জন শিক্ষার্থী। বিষয়টি জানান স্কুলের অধ্যক্ষ মো ওয়াদুদুর রহমান।
জানা গেছে, টঙ্গীর কহর দড়িয়ার তীরে ঐতিহ্যবাহী সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের এসএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছে। সাধারণ শাখায় ৪০৬ জন পরিক্ষার্থীর মাঝে ৪০৪ কৃতকার্য হয়েছে। আর ভোকেশনালে শতভাগ ৮০ তে ৮০। এদের মাঝে আবার ১৩৫ জন জিপিএ-৫ পেয়েছে। টঙ্গীতে এটাই সেরা ফলাফল বলে জানা গেছে।
মহানগর আ. লীগের উপদেষ্টা কমিটির সদস্য স্কুলের সাবেক শিক্ষক কাজী মোঃ সেলিম জানান, বিগত কয়েকবছর যাবৎ বরাবরই এই স্কুলের শিক্ষার্থীরা ভাল ফলাফল করছে। ক্লাসে শিক্ষকদের সঠিক পাঠদান ও অভিভাবকদের সচেতনতার কারনেই এটা হচ্ছে। তাছাড়া লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডেও বেশ উন্নতি করছে।
স্কুলের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের ব্যপারে তারা জোড় দেন। তাছাড়া শিক্ষার্থীদের উন্নতি সম্পর্কে অভিভাবকদের কাছ থেকে খোজখবর নেয়া হয়। এতে শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার চেষ্টা থাকবে।
বাংলাদেশ সময়: ১১:১০:৪০ ৪৯৭ বার পঠিত #এসএসসি ফলাফল #টঙ্গি #বোর্ড #সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন