সোমবার, ১ জুন ২০২০
সিলেট বিভাগে এই নিয়ে করোনা আক্রান্ত রোগি ৮৭৪
Home Page » সারাদেশ » সিলেট বিভাগে এই নিয়ে করোনা আক্রান্ত রোগি ৮৭৪সিলেট প্রতিনিধি, বঙ্গ-নিউজঃ সিলেট বিভাগে আজ শনিবার (৩০ মে) সকাল পর্যন্ত ৮৭৪ জন করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তন্মধ্যে জেলায় ৪৬১ জন, হবিগঞ্জে ১৭১ জন, সুনামগঞ্জে ১৪৪ জন ও মৌলভীবাজারে ৯৮ জন।
এছাড়া ১০১ জন রোগী বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্য অধিদপ্ত সূত্র জানায়- সিলেট বিভাগে শনিবার সকাল পর্যন্ত ২২৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ৫৩ জন, সুনামগঞ্জে ৬১ জন, হবিগঞ্জে ৮৬ জন ও মৌলভীবাজারে ১৬ জন।
জানা গেছে, এখন পর্যন্ত সিলেট বিভাগে ১৭ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৩ জন, হবিগঞ্জে একজন ও মৌলভীবাজারে ৩ জন।
উল্লেখ্য: শুক্রবার সিলেটে আরও ৪৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে ১ হাজার ৪৮৬ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
সিলেট জেলায় (২৯ মে, শনিবার) শনাক্ত হয়েছে ৭৪ জন।
বাংলাদেশ সময়: ০:৩৩:১৫ ৪৭৪ বার পঠিত