রবিবার, ৩১ মে ২০২০

ভাঙ্গায় পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ছাত্রীর আত্মহত্যা

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ছাত্রীর আত্মহত্যা
রবিবার, ৩১ মে ২০২০



প্রতিকী ছবি

ব্যুরো চিফ, ফরিদপুরঃ

ফরিদপুরের ভাঙ্গায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শামান্তা শিকদার (১৭) নামক এক ছাত্রী আত্মহত্যা করেছেন। রোববার দুপুরে ফলাফল প্রকাশিত হওয়ার পরে তিনি নিজ বাড়ীতে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

শামান্তা শিকদার পৌরসভার কাপুড়িয়া সদরদী এলাকার গ্রাম্য ডাক্তার সাবন শিকদারের (শাওন) মেয়ে।

পরিবার, এলাকাবাসী ও সহপাঠি তানহার সূত্রে জানা যায়, শামান্তা শিকদার এসএসসি ২০১৯ ব্যাচের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। গণিত বিষয়ে অকৃতকার্য হওয়ায় তিনি পূনরায় ঐ বিষয়ে পরীক্ষা দেন। এ বছর ফলাফল প্রকাশিত হলে তিনি পূনরায় অকৃতকার্য হয়েছেন দেখতে পান। পরে নিজ বাড়ীতে ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচানো অবস্থায় দেখতে পেয়ে পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহসিন উদ্দিন ফকির জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুর রহমান জানান, খবর পেয়ে শামান্তা শিকদারের মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়। ময়নাতদন্ত না করার আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:২৩:০৫   ১৪২৪ বার পঠিত   #  #  #  #