মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৩
পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ডাচেস অফ কেমব্রিজ
Home Page » বিশ্ব » পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ডাচেস অফ কেমব্রিজবঙ্গ-নিউজ ডটকমঃ প্রিন্স উইলিয়ামের স্ত্রী ডাচেস অফ কেমব্রিজ একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।
রাজপরিবারের এই নবজাতক, প্রিন্স অফ কেমব্রিজ হিসেবে পরিচিতি পাবেন এবং ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারীদের মধ্যে তার অবস্থান হবে তৃতীয়।
প্রিন্স উইলিয়াম একটি বিবৃতিতে জানিয়েছেন, তিনি এবং তার স্ত্রী খুবই খুশি।
বাকিংহাম প্যালেসের একজন মুখপাত্র বলেছেন, রাণী এলিজাবেথ এবং ডিউক অফ এডিনবারাও এই সংবাদে খুবই আনন্দিত।
বিশ্বের নানা প্রান্ত থেকে রাষ্ট্র এবং সরকারপ্রধানেরা নবজাতকের মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন।
রাজপ্রাসাদের কর্মকর্তারা জানিয়েছেন, ব্রিটিশ সময় বিকাল ৪ টা ২৪ মিনিটে শিশুটি জন্মগ্রহণ করে। জন্মের সময় শিশুটির ওজন ছিল সাড়ে তিন কেজি।
মা এবং শিশু দুজনেই সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
রাজপরিবারের নতুন এ সদস্যের জন্মের সংবাদটি যখন ঘোষণা করা হয়, তখন হাসপাতালের সামনে অপেক্ষমাণ মানুষেরা উল্লাসে ফেটে পড়েন। বাকিংহাম প্যালেসের সামনেও প্রচুর মানুষ ভিড় করে ছিলেন।
কেনসিংটন প্যালেস থেকে দেয়া একটি বিবৃতিতে জানানো হয়, পুত্রশিশুর জন্মের সময় প্রিন্স উইলিয়াম সেখানে উপস্থিত ছিলেন।
কিছুদিনের মধ্যেই নিয়মানুযায়ী নবজাতকের নাম জানানো হবে বলে জানান কেন্সিংটন প্যালেসের একজন মুখপাত্র।
প্রিন্সউইলিয়ামের বাবা, প্রিন্স চার্লস বলেছেন, প্রথমবারের মতো দাদা হতে পেরে তিনি খুবই গর্বিত এবং আনন্দিত।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, এটি জাতির জন্য গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার স্ত্রী মিশেল ওবামা ডিউক এবং ডাচেস অফ কেমব্রিজকে অভিনন্দন জানিয়েছেন।
নিউ ইয়র্কের টাইমস স্কয়ারের বড় পর্দায় রাজপরিবারের নতুন সদস্যের জন্মের সংবাদটি দেখানো হয়।
নবজাতকের জন্মের সংবাদে লন্ডনে টেমস নদীর পাড়ে বিখ্যাত লন্ডন আই লাল, সাদা এবং নীল রংয়ের আলোয় আলোকিত করা হয়েছে
বাংলাদেশ সময়: ১৫:১২:২৫ ৪৪৪ বার পঠিত