রবিবার, ৩১ মে ২০২০
“করোনাকে করবোই পরাজয়” - বাবলী খান
Home Page » সাহিত্য » “করোনাকে করবোই পরাজয়” - বাবলী খান
ঢাকা শহর জ্যামের শহর এখন আর নাই
গাড়ীতে বা হেটে যাবো কোথায় ?
সেটারও উপায় এখন একেবারেই নাই
লকডাউন চলছে ,গৃহবন্ধি আছে সবাই।
আমি ঘরে আর ছাঁদে অল্প-বিস্তর চলাফেরা করি
বন্ধ ঘরে শুয়ে বসে বসে কোমর ব্যথায় মরি ।
বাপ ,ছেলে ঘরে বসে বসে ল্যাটপে করে কাজ
আমারও আছে ফেসবুক , লেখালেখির কাজ ।
ফেসবুক যদি না থাকতো,বন্ধিপাখীর মতই হতাম
ফেসবুক ছাড়া ঘরে বসে সত্যি পংগু হয়ে যেতাম-।
ভাইবার ,মেসেন্জারে প্রিয়জনের সাথে বলি কথা–
ফেসটাইমে হাসাহাসি করি,দূর করি মনের ব্যথা ।
আদরের কণ্যাটি থাকে আমার কাছ হতে বেশ দূরে ,
ওর সাথে কত গল্প করে অনেক সময় দেই পার করে।
আত্নীয়স্বজন ,বন্ধু বান্ধব থাকে সবাই দেশে —
কিছু আত্নীয় স্বজন বন্ধু বান্ধব আছে বিদেশে ,
বহুদূর থাকে তারা তাদের কোন খোঁজ না পেলে
দুঃসময়ে মনটা ভাল লাগেনা ,ওরা কাছে না এলে ।
ফেসবুকে রোজ ওদের খবর পাই ছবিও পাঠায় কতো
কথা হয় সবারই সাথে,মনে হয় সংগে থাকার মতো ।
শুনেছি সরকার নাকি পহেলা জুন হতে ঢাকার লকডাউন খুলে দিবে অফিস দোকানপাট বাজার
সব গার্মেন্টস যদি এখন খুলে দেয় তালা –
সামাজিক দুরত্বে না থাকে,তো বাড়বে জ্বালা
মরবে বহু লোক তবে সেটাই সবার মানতেই হবে ।
কাজ না করলে তো টাকা কোথা থেকে আসবে -
ক্ষুধার্থ মানুষ তো তাহলে ঘরে না খেয়েই মরবে ।
কষ্ট করুক সবাই নেমে যাক করোনার যুদ্ধমাঠে
ভাগ্যে যা যদি মরণ থাকে মরতে হবে হাটেঘাটে ।
যতই মরি কষ্টে তবু আমি ঘর থেকে বের হবোনা
আমার লেখালেখি,আলেচনা সব বন্ধ হবেনা —,
ম্যাসেন্জারে,হোয়াটসআপে ,ভাইবারে কথা হবে
ওদের না দেখলে আতংকে হতাশার পাহাড় হবে !
যা হবার তা হবে , করতে হবে করোনাকে পরাজয়
আমরা বিজয়ী জাতি শত্রুকে হটিয়ে করবো জয় ।
আছে মনোবল , করোনাকে করতেই হবে পরাজয় ,
হবেনা কোন বিপদ,আমরা আল্লাহর উপর নির্ভর-
আছে আত্নবিশ্বাস ,আছে ঈমান আল্লাহর উপর ।
বাংলাদেশ সময়: ২:০৫:৫৩ ১০৩৬ বার পঠিত #করোনা #ভাইরাস #মহামারি