শনিবার, ৩০ মে ২০২০

৩১ মে প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

Home Page » প্রথমপাতা » ৩১ মে প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল
শনিবার, ৩০ মে ২০২০



ফাইল ছবি

মো: রফিকুল ইসলাম বঙ্গনিউজ: আগামীকাল ৩১ মে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল  প্রকাশ করা হবে। কাল সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০ সালের এসএসসির ফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০২০ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত প্রতিষ্ঠান প্রধানদের প্রতি নির্দেশনাবলী প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
বৈশ্বিক মহামারী কোভিড-১৯ জনিত বিশেষ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এসএসসি পরীক্ষা-২০২০ এর ফলাফল প্রকাশিত হবে।
১. এ বছর ফল প্রকাশের দিন ফলাফল প্রতিষ্ঠানসমূহে প্রেরণ করা হবে না।
২. ফলাফল প্রকাশের দিন পরীক্ষার্থীদেরকে কোন অবস্থাতেই শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত করানো যাবে না।
৩. শিক্ষা প্রতিষ্ঠানের অফিসসমূহ বন্ধ রাখতে হবে।
৪. যারা SMS এর মাধ্যমে ফলাফল পেতে ইচ্ছুক তাদেরকে ফলাফল প্রকাশের পূর্বেই নিম্নোক্ত পদ্ধতিতে প্রি-রেজিষ্ট্রশন করতে হবে:
SSC<>Board Name (First 3 letter)<>Roll<>Year টাইপক করে 16222 নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ:
SSC Dha 123456 2020 send to 16222
ফলাফল প্রকাশের সাথে সাথেই প্রি-রেজিষ্ট্রেশনকৃত পরীক্ষাথীদের মোবাইল নম্বরে তাদের ফলাফল পৌঁছে যাবে।
এ বছর ৩ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন।

বাংলাদেশ সময়: ২:২৭:৫৯   ৬৫৯ বার পঠিত   #  #  #  #  #