শুক্রবার, ২৯ মে ২০২০
বারবেলা ফুরাবার আগে - ম,বজলুর রাহমান
Home Page » বিনোদন » বারবেলা ফুরাবার আগে - ম,বজলুর রাহমানসন কুড়ি-
সতেরো ‘ শ কুড়ি্,
আঠারো ’শ কুড়ি,
ঊনিশ ‘শ কুড়ি,
দুই হাজার কুড়ি ।
স্মরণাতীত পথ ধরি
প্লেগ কলেরা স্প্যনিশফ্লু, কোভিড নাইনটিন।
শতাব্দী পেরিয়ে কোননা কোন মহামারি।
কেউ কী খুঁজেছি কারণ।
প্রকৃতির খলরোশ, নাকি বিস্মরন,
নাকি, সত্য থেকে পলায়ন?
কে জানে। বাড়ে, দু; স্বপ্নের দিন!
কোন বিজল্পে-
ঘুরে ফিরে,পৃথিবী ফেরে,আপন গল্পে।
সান্তিয়াগো, শ্রেষ্ট সাগর জেলে
ইতিকথা সবাই যচ্ছে ভুলে। কোথায় তুমি?
দেখ,হাওয়া লেগে, কেমন পুড়ে যায়, মমি।
ণীল দৃশ্যের বজ্রপাত
লাগি,এক টুকরো রুটি, দু’মুঠো ভাত,
ভেজে, কত অনূঢ়ার কাঁচুলি।
রাত্রি নিঝুম,ভুবন ডাইনী চুলখুলি।
সান্তিয়াগো: এবার তো জাগো।জাগো…
বাহে. বারবেলা ফুরাবার আগে।
—————————————-
২৯শে মে.২০২০
বাংলাদেশ সময়: ২০:১২:০৬ ৬২২ বার পঠিত #কবিতা #বজলুর রাহমানের কবিতা #শ্রেষ্ঠ বাংলা কবিতা