বৃহস্পতিবার, ২৮ মে ২০২০

ভাঙ্গায় অনলাইন সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় অনলাইন সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৮ মে ২০২০



বেলাল চৌধুরী

ব্যুরো চিফ, ফরিদপুর:

বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন (বিওজেএ) ফরিদপুর জেলা এবং অনলাইন প্রেসক্লাব ভাঙ্গা উপজেলা কমিটির যৌথ উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে’২০ সোমবার রাত ৮ টায় উপজেলার থানা রোডের বিএফসি চাইনিজ রেষ্টুরেন্টের হলরুমে ঈদ আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওজেএ ফরিদপুর জেলা কমিটির সভাপতি বেলাল চৌধুরী।

অনুষ্ঠানে তিনি উপস্থিত সকলকে ঈদ শুভেচ্ছা জানিয়ে অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সকল সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, আত্ব-সুরক্ষা ও ক্লাবের মান উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মো. শফিকুর রহমান, বিওজেএ ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আবিদুর রহমান নিপু।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অনলাইন প্রেসক্লাব সভাপতি মনিরুল হক মোল্লা, সহ-সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মো. ইসমাইল মুন্সি, সাংগঠনিক সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, ফরিদপুর মেইল সম্পাদক রফিকুজ্জামান, মো. ওবায়দুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনলাইন প্রেসক্লাব সভাপতি মনিরুল হক মোল্লা। পবিত্র কোরআন তেলোয়াত করেন সাংগঠনিক সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক মাসুম আল ইসলাম। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সূচীতে বিশ্বরোড মোড়ে বৈকালীন ভ্রমন অন্তর্ভূক্ত ছিলো। অনলাইন সংবাদকর্মী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে গোটা অনুষ্ঠানটি উৎসবমূখর হয়ে ওঠে।

উল্লেখ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি বর্তমান প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি অনুসরণ করেই পরিচালিত হয়।

বাংলাদেশ সময়: ১৮:৪৫:৪৫   ৮৬৩ বার পঠিত