বৃহস্পতিবার, ২৮ মে ২০২০

“ ঈদে খুশীর ঝলক নেই “ - বাবলী খান

Home Page » সাহিত্য » “ ঈদে খুশীর ঝলক নেই “ - বাবলী খান
বৃহস্পতিবার, ২৮ মে ২০২০



ঈদে খুশীর ঝলক নেই

দীর্ঘশ্বাস নিয়ে দেখলাম সন্ধা আকাশে ঈদের চাঁদ
লক ডাউনে ঈদুল ফেতরের দেখেছি চাঁদের হাসি
ঈদ উৎসব করোনায় হারিয়ে গেছে সবটুকু সুখ ,
চলে গেছে কত আপনজন,তাদের মনে কত দুখ
এবারের ঈদ উৎসবে কারো ব্যস্ততা নেই ——
এই ঈদ আনন্দে বাবুদের মুখে হাসি নেই—
খুশীর ঝলক নেই ,ঈদগাঁ মাঠে লোক নেই —
পাড়ার মসজিদে ঈদের নামাজের জামাত নেই ,
জাতীয় ঈদমাঠে সামিয়ানা নেই
ঈদগেটে সাজ নেই , সংসদ ভবনে ,উচুঁ উচুঁ দালানে
ঈদের লাল নীল রংবাতির খেলা নেই ।
ঈদের নামাজের পর কারে সাথে কোলাকুলি নেই —
শিশু , কিশোরদের ঈদ মাঠে কোলাহল নেই —-
ঈদের উপহার বিনিময় নেই , ঈদী নেই –
নতুন জামা কাপড়ের কেনার হিড়িক নেই ,
কিশোরী , কলেজ ,ভার্সিটি পড়ুয়া মেয়েদের
পর্লারে যেয়ে মেহিদী লাগনোর সখ নেই ।

দেশে দেশে হয়ে গেলো মহাদুর্যোগ আম্পান ঘুর্নিঝড় —
ধংস যে কত হয়ে গেলো ফসলাদি বাড়ীঘর ,
করোনা আতংকে সবার বুকে করে ধড়ফড় ,
যখন তখন করোনায় মরছে কতো মানুষজন ।
কোথায় আজ আড্ডা দেবার মত পরিবেশ নেই
ঈদ মাঠের ধারে ফেতরা দেবার মতো ফকির নেই !
বাইরে কোথায় কেউ নেই ,ঈদে কোন আনন্দ নেই ।
গরীব দুখী সাধারন মানুষ পড়েছে মাহাবিপদে
জীবন চলছে যেন বিচ্ছিন্ন মহাপ্রলয় করুণারণ –
ঈদ আনন্দ জীবনে প্রথম হলো সবার খুশীর ছন্দপতন ।
এমন দুখের ঈদ আনন্দ মেলা হবেনা,
কেউ আগে ভাবেনি করেনায় হবে করুণ ঈদ,
বিশ্ব-মুসলীম দেশেও হবে অন্যরকম এই ঈদ ,
গৃহবন্ধি বন্ধু স্বজন ঈদের দিন কেউ বের হবেনা ,
ফোনে বা ফেসটাইমে করবে শুভেচ্ছা বিনিময়।
ঘরে ঘরে পোলাও, কোরমা ,সেমাই সবই হবে
গেটের কলিং বেল বাজাটা শুধু থেমে থাকবে।
মেহমানের বাড়ীতে ডাকাডাকি আজ নেই ।
এ কেমন ঈদ আসলো,ঈদে খুশির ঝলক নেই
সন্ধা আকাশে হেসেছে ঈদের একফালি চাঁদ– রাত পোহালেই চাদেঁর হাসি দিয়ে ঈদ শুরু ,
খুশীর ঈদে আনন্দে সবার সুপ্রভাত হোক ।
ঈদেও গৃহবন্দি সবাই ,কাছে থেকেও দূরে আছো,
তবুও সবাইকে অন্তরের আন্তরিক শুভেচ্ছা পাঠালাম ।
সবাইকে জানাই আতর ঈদ মোবারক ।
আপনজনদের পাঠালাম ঈদ ভালবাসা—
আমার বাগানের বেলীফুল, লাল গোলাপের শুভেচ্ছা উপহার —
আজকে এমন সুখের ঈদের দিনে দুঃখ নেই,
আবার ঈদ আসবে সুখের বার্তা নিয়ে
ঈদেও সারাদিন আমরা থাকবো সবাই ঘরে , মনে রোন আফসোস রেখো নাকো —
ঈদের ভালবাসায় সবাই ভালো থেকো ।

কবি বাবলী খান

বাংলাদেশ সময়: ১:৫৮:০৯   ৬৬৩ বার পঠিত   #  #