বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
“ ঈদে খুশীর ঝলক নেই “ - বাবলী খান
Home Page » সাহিত্য » “ ঈদে খুশীর ঝলক নেই “ - বাবলী খানদীর্ঘশ্বাস নিয়ে দেখলাম সন্ধা আকাশে ঈদের চাঁদ
লক ডাউনে ঈদুল ফেতরের দেখেছি চাঁদের হাসি
ঈদ উৎসব করোনায় হারিয়ে গেছে সবটুকু সুখ ,
চলে গেছে কত আপনজন,তাদের মনে কত দুখ
এবারের ঈদ উৎসবে কারো ব্যস্ততা নেই ——
এই ঈদ আনন্দে বাবুদের মুখে হাসি নেই—
খুশীর ঝলক নেই ,ঈদগাঁ মাঠে লোক নেই —
পাড়ার মসজিদে ঈদের নামাজের জামাত নেই ,
জাতীয় ঈদমাঠে সামিয়ানা নেই
ঈদগেটে সাজ নেই , সংসদ ভবনে ,উচুঁ উচুঁ দালানে
ঈদের লাল নীল রংবাতির খেলা নেই ।
ঈদের নামাজের পর কারে সাথে কোলাকুলি নেই —
শিশু , কিশোরদের ঈদ মাঠে কোলাহল নেই —-
ঈদের উপহার বিনিময় নেই , ঈদী নেই –
নতুন জামা কাপড়ের কেনার হিড়িক নেই ,
কিশোরী , কলেজ ,ভার্সিটি পড়ুয়া মেয়েদের
পর্লারে যেয়ে মেহিদী লাগনোর সখ নেই ।
দেশে দেশে হয়ে গেলো মহাদুর্যোগ আম্পান ঘুর্নিঝড় —
ধংস যে কত হয়ে গেলো ফসলাদি বাড়ীঘর ,
করোনা আতংকে সবার বুকে করে ধড়ফড় ,
যখন তখন করোনায় মরছে কতো মানুষজন ।
কোথায় আজ আড্ডা দেবার মত পরিবেশ নেই
ঈদ মাঠের ধারে ফেতরা দেবার মতো ফকির নেই !
বাইরে কোথায় কেউ নেই ,ঈদে কোন আনন্দ নেই ।
গরীব দুখী সাধারন মানুষ পড়েছে মাহাবিপদে
জীবন চলছে যেন বিচ্ছিন্ন মহাপ্রলয় করুণারণ –
ঈদ আনন্দ জীবনে প্রথম হলো সবার খুশীর ছন্দপতন ।
এমন দুখের ঈদ আনন্দ মেলা হবেনা,
কেউ আগে ভাবেনি করেনায় হবে করুণ ঈদ,
বিশ্ব-মুসলীম দেশেও হবে অন্যরকম এই ঈদ ,
গৃহবন্ধি বন্ধু স্বজন ঈদের দিন কেউ বের হবেনা ,
ফোনে বা ফেসটাইমে করবে শুভেচ্ছা বিনিময়।
ঘরে ঘরে পোলাও, কোরমা ,সেমাই সবই হবে
গেটের কলিং বেল বাজাটা শুধু থেমে থাকবে।
মেহমানের বাড়ীতে ডাকাডাকি আজ নেই ।
এ কেমন ঈদ আসলো,ঈদে খুশির ঝলক নেই
সন্ধা আকাশে হেসেছে ঈদের একফালি চাঁদ– রাত পোহালেই চাদেঁর হাসি দিয়ে ঈদ শুরু ,
খুশীর ঈদে আনন্দে সবার সুপ্রভাত হোক ।
ঈদেও গৃহবন্দি সবাই ,কাছে থেকেও দূরে আছো,
তবুও সবাইকে অন্তরের আন্তরিক শুভেচ্ছা পাঠালাম ।
সবাইকে জানাই আতর ঈদ মোবারক ।
আপনজনদের পাঠালাম ঈদ ভালবাসা—
আমার বাগানের বেলীফুল, লাল গোলাপের শুভেচ্ছা উপহার —
আজকে এমন সুখের ঈদের দিনে দুঃখ নেই,
আবার ঈদ আসবে সুখের বার্তা নিয়ে
ঈদেও সারাদিন আমরা থাকবো সবাই ঘরে , মনে রোন আফসোস রেখো নাকো —
ঈদের ভালবাসায় সবাই ভালো থেকো ।