বুধবার, ২৭ মে ২০২০

মধ্যনগরে হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে

Home Page » সারাদেশ » মধ্যনগরে হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে
বুধবার, ২৭ মে ২০২০



---আল-আমিন সালমান, স্টাফ রিপোর্টারঃসুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নের মাকড়দি গ্রামের এক জেলে গতকাল রাতে হাওরে মাছ ধরতে গিয়ে কাল বৈশাখী ঝড়ে নৌকা ডোবে নিখোঁজ হয়েছে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যার পর টেলা জালি নিয়ে  টাংগুয়ার হাওরের কৈকেরকুরি বিলে  মাছ ধরতে যায় মাকড়দি গ্রামের জামিনী সরকারের ছেলে দেবেশ সরকার (৩৮)।গতকাল রাতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকা ডোবে নিখোঁজ হয় সে।তার সাথে থাকা  বাকি তিনজন আহত হয়েছে।নিখোঁজ হওয়ার পর থেকেই বহু খোঁজাখুঁজি  করা হচ্ছে তাকে  । দাম্পত্য  জীবনে দেবেশ সরকার ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক।নিখোঁজের পরিবারে চলছে এখন শোকের মাতম।

মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গতকাল সন্ধ্যার পর হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়েছে দেবেশ সরকার।তাকে উদ্ধারের জন্য খোঁজাখুঁজি করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:২০:২১   ৯২৪ বার পঠিত   #  #  #