মঙ্গলবার, ২৬ মে ২০২০

নজরুল জয়ন্তীর গুলশান আরা রুবীর কবিতা “বিদ্রোহী কবি

Home Page » সাহিত্য » নজরুল জয়ন্তীর গুলশান আরা রুবীর কবিতা “বিদ্রোহী কবি
মঙ্গলবার, ২৬ মে ২০২০



---


বিনম্র শ্রদ্ধাঞ্জলি তোমার স্মরণে

তুমি এসেছিলে পৃথিবীতে আলোকিত মহান পুরুষ হয়ে,

তোমার কাব্য কথা বর্ণমালা শব্দের ভান্ডার নিয়ে।


তুমি শুধু বিদ্রোহী কবি নও তুমি ছিলে মহান মানবতার এক উজ্জল তাঁরা।


তুমি চেয়েছিলে বাংলার মানুষের শান্তি,

জাগ্রত হাজারো গোলাপের প্রতিবাদের কাঁটা।


তুমি অন্যায়ে-অবিচারের বিরুদ্ধে লিখেছ বিদ্রোহী কাব্যবাণী।


সেই বিদ্রোহী বাণীতে পরাজিত অশরিরী আত্না,

যাহারা চেয়েছিল করবে শশ্মান বাংলা।


তুমি লিখেছ সহস্র হামদ-নাত,

যাহা বেজে ওঠে প্রতি ভোরে মোয়াজ্জিনের কন্ঠে।


করেছো দিশে হারা কত শত মানুষের হৃদয়

করোনি কারো ক্ষতি করেছো নিজের ক্ষতি,

এই ছিলো তোমার অন্তরের আকুলতার অটল নীতি।


আজ তুমি নেই তবে রয়ে গেছে তোমার সব স্মৃতি,

আমাদের আগামী প্রজন্মের কাছে হাজারো বছর বেঁচে থাকবে তোমার আজন্ম সকল মর্মের গীতি।

বাংলাদেশ সময়: ২০:৩৪:২৪   ৭৬৬ বার পঠিত   #