মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৩

ওয়াশিংটনে তিনটি রুদ্ধদ্বার বৈঠক ড. ইউনূসের

Home Page » প্রথমপাতা » ওয়াশিংটনে তিনটি রুদ্ধদ্বার বৈঠক ড. ইউনূসের
মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৩



yunus-bg20130722211450.gifবঙ্গ-নিউজ ডটকমঃনিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার সকালে (বাংলাদেশ সময় মঙ্গলবার রাত) অন্তত তিনজন মার্কিন কূটনীতিকের সঙ্গে তিনি বৈঠকে বসবেন এমনটাই নিশ্চিত করেছে পররাষ্ট্র দফতরের একটি সূত্র।

সূত্রটি  জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট) দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী রবার্ট ব্লেকের সঙ্গে, বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত নয়টা) অর্থনীতি ও ব্যবসা বিষয়ক সহকারী মন্ত্রী হোসে ফার্নান্দেজ এবং বেলা ১১টা ৪৫ মিনিটে ( বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিট) রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারমেনের সঙ্গে বৈঠক করবেন ড. মুহাম্মদ ইউনূস।

জানা গেছে তিনটি বৈঠকই হবে রুদ্ধদ্বার। এর আলোচ্য বিষয়ও প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গ্রামীণ ব্যাংক প্রসঙ্গ এবং স্থগিত হওয়া জিএসপি সুবিধা নিয়ে কথা বলবেন নোবেলজয়ী বাংলাদেশি এই অর্থনীতিবিদ।

ড. ইউনূসের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জন কেরির কোনো সাক্ষাৎ হচ্ছে কিনা জানতে চাওয়া হলে, এমন কোনো কর্মসূচি এ পর্যন্ত নেওয়া হয়নি বলে নিশ্চিত করেছে দায়িত্বশীল সূত্রটি।

ড. ইউনূসের এই সফর থেকে বাংলাদেশের জন্য স্থগিত হওয়া জিএসপি সুবিধার বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:০২:২৭   ৪৩৫ বার পঠিত