মঙ্গলবার, ২৬ মে ২০২০
নিজ প্রতিষ্ঠানের কিটেই ডা. জাফরুল্লাহর করোনা পজিটিভ
Home Page » এক্সক্লুসিভ » নিজ প্রতিষ্ঠানের কিটেই ডা. জাফরুল্লাহর করোনা পজিটিভস্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ: দীর্ঘদিন যাবৎ গণস্বাস্থ্য কেন্দ্র সংশ্লিষ্ঠ মহলের দ্বারস্থ ছিলেন তাঁর প্রতিষ্ঠানের উদ্ভাবিত করোনা টেস্টের অনুমোদন লাভের জন্য। কিন্তু কি কারনে এর অনুমতি পাওয়া যাচ্ছে না, তাই ছিল সব মহলের প্রশ্ন। অবশেষে নিজ উদ্দোগেই তাঁর প্রতিষ্ঠানে টেস্ট শুরু করেছিলেন। পরে খবরে জানা গেল সেই টেস্টও বন্ধ করতে বলা হয়েছে কর্তৃপক্ষ থেকে। প্রথম দিনেই উদ্বোধনী শুরু হয় গণস্বাস্থের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরীকে দিয়ে। তাতেই তাঁর করোনা পজিটিভ পাওয়া যায়।
গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত অ্যান্টিজেন কিট দিয়ে পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
রবিবার গণস্বাস্থ্যের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা সংক্রমণ ধরা পড়ে। জাফরুল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি বাসায় আইসোলেশনে আছি।
গণস্বাস্থ্যের করোনা কিট প্রকল্প সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার জানান, কিডনিজনিত সমস্যায় সপ্তাহে তিনবার করে ডায়ালিসিস করা লাগলেও করোনা সংক্রমণ ধরা পড়ায় ডা. জাফরউল্লাহর আজকে ডায়ালিসিস করা হয়নি।
বাংলাদেশ সময়: ১০:২৩:১২ ৬২৮ বার পঠিত # #করোনা ভাইরাস #মহামারি আকারে করোনা ভাইরাস #সারা বিশ্বে করোনা