রবিবার, ২৪ মে ২০২০
জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান সাখাওয়াত হোসেন মোহন
Home Page » Wishing » জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান সাখাওয়াত হোসেন মোহন
বঙ্গ-নিউজ: জগনকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মোহন।
কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন মোহন সোনাইমুড়ী, সেনবাগ নিজ জেলাসহ, দেশ-বিদেশে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ-মোবারক জানান ।
এই শুভেচ্ছা বার্তায় আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক সাখাওয়াত হোসেন মোহন বলেন করোনা ভাইরাসের কারণে সৃষ্ট মহামারীর মুহূর্তে পবিত্র ঈদুল ফিতরের আগমন ! ঈদের আনন্দে হারিয়ে যাক সকল দূর্দশা ও সকল শোকের ছায়া ।
মহান আল্লাহ্ যেন ঈদ উপলক্ষে পৃথিবীকে এই মহামারী করোনা থেকে রক্ষা করেন, এই কামনা করি । আর আমরা সবাই জানি ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ । আমরা সকলে বৈষম্য ভুলে সবাই মিলিত হই মানবতার কাতারে । এই আনন্দ উপভোগ করি ধনী-গরীব মিলে সবাই ।
আমাদের সকলের প্রার্থনা হোক করোনার মহামারী থেকে মুক্তি ।
সেই সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে, যে যেখানে আছি সেখানেই থেকে ঈদের আনন্দ উপভোগ করি । সরকারের নির্দেশনা মেনে চলি । কোন রকম অপ-প্রচার না করে, দেশ ও জাতির স্বার্থে নিজে ভাল থাকি, সমাজ ও দেশকে ভাল রাখি……….
.
বাংলাদেশ সময়: ১৯:২৮:০৪ ১৮২৮ বার পঠিত #ঈদ #ঈদুল ফেতর #ঈদের শভেচ্ছা #মোহনের শুভেচ্ছা