শনিবার, ২৩ মে ২০২০

কেন্দ্রীয় ঔষধাগারের শীর্ষ পর্যায়ে রদবদল

Home Page » জাতীয় » কেন্দ্রীয় ঔষধাগারের শীর্ষ পর্যায়ে রদবদল
শনিবার, ২৩ মে ২০২০



ফাইল ছবি

বঙ্গ-নিউজ: করোনা ভাইরাস সংক্রমণের পর মাস্ক N95 নিয়ে বহু সংবাদ প্রচারিত হয়েছে। প্যাকেটের গায়ে ছবিসহ N-95 লিখা কার্টুন হস্থান্তর করা হয়। কিন্তু ভিতরে দেখা যায় অন্য মাস্ক। এর প্রতিবাদকারী একজন বিশিষ্ঠ্য ডাক্তারকে বদলীও করা হয়। ইতিমধ্যে বহু চিকৎসক অসুস্থ হয়ে পড়েন। এমনকি মারাও গেছেন। সার্জারি মাস্ক না দিয়ে সাধারণ মাস্ক সর্বরাহের কারণ উদঘাটনে তদন্ত কমিটীও গঠিত হয়। অবশেষে কোভিড-১৯ সংক্রমণের মধ্যে মাস্ককাণ্ডসহ নানা কারণে আলোচনায় থাকা কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক পরিবর্তন করেছে সরকার।

বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল (অতিরিক্ত সচিব) আবু হেনা মোরশেদ জামানকে প্রেষণে সিএমএসডি’র পরিচালক নিয়োগ দিয়ে শুক্রবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আর সিএমএসডি’র পরিচালকের দায়িত্ব চালিয়ে আসার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদ উল্লাহকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৩৪:১৫   ৬১৯ বার পঠিত   #  #  #  #