রবিবার, ১৭ মে ২০২০

কবি বাবলী খানের ‘কবিতার কাব্যকথার জীবনগল্প’

Home Page » সাহিত্য » কবি বাবলী খানের ‘কবিতার কাব্যকথার জীবনগল্প’
রবিবার, ১৭ মে ২০২০



জীবনগল্প

কবিতার সব কথাগুলো আমার চিরচেনা পৃথিবীর মতই ঘোরে মাথার চারদিকে
কবিতার চেনা শব্দগুলি সারদিনের সাথী
তার সাথে সময় কাটাতে ভালবাসি আমি।
যখন যেমনথাকি তেমনি আমি ভাল থাকি ,
কে খোঁজ নেয় আমার ?
কবিতা সে তো প্রতিদিন খোঁজ নেয় আমার ,
সে তো আমার চোখের চশমা ;
চশমা খুলে রাখলে অস্হির সে হয়ে যায় ।
কবিতা বলে ,কখন বসবে আমাকে নিয়ে ?
আরে কাব্যকথামনি আমি যে তোকে
সত্যিরে অনেক বেশী আদর করি ,
যত্ন করে তোকে নিয়ে সময় কাটাতে
বড্ড বেশী ভালবাসি —,
তুই তো জানিস , আমার মনের ভেতরে
তুই ছাড়া এমন আপন কেউ তো নেই,
চোখের তারায় তুই না থাকলে এই জীবণ
হয়ে যেতো যে কত এলোমেলো ।
আবীর মাখানো ভোরের মিষ্টি বাতাসে
তুই করিস যে আমার সাথে খেলা ।
বুকের সব কষ্ট গোপনে তোকেই শুধু
বলতে পারি , রোদন করতে পারি ,
তোকে ছাড়া আমার যে দিন চলে না,
স্মৃতির টুকরো টুকরো গল্পগুলি নিয়ে
তোর সাথে মনের সব গল্প করি,
অরণ্যমনের কথা বলি চুপি চুপি —
নির্জনে তোকে নিয়ে কবিতায় ছবি আঁকি ।
অদৃশ্য এক মহশূন্যতায় আমি একাকী,
অন্য এক মানব হয়ে ব্যাকুল হয়ে যাই,
এক মুঠো সুখের গল্প করি নিজেকে নিয়ে
কবিতা ,তোর সাথে যখন কথা হয়
তখন কিন্তু প্রহরের কোন সময় অসময়ের
প্রশ্ন চিহ্ন, যতি চিহ্ন, বিরাম চিহ্ন দেইনা রে !
নিঃশব্দে তোর হাতে হাত রেখে মনের ব্যকুল কথালিপি তোকেই করি সমর্পন ।
মাঝে মাঝে শরীরে অলসতা আসতে চায় কিন্তু তোর প্রতি এতোই ভালবাসার আকর্ষণ যে , যেখানেই আমি যাই –
আমার নিঃশ্বাস তোর সাথে মিশে যায়
তোর সাথে আমি অবিরত কথা বলি ।
এক বুক শূন্যতার মাঝেও দারুণ সুন্দর রংয়ের একটি প্রজাপতি কাঁধে উপর বসে।
কবিতা সেটাই তো তুই সেটা আমি জানি,
নিঃসংগতার মাঝেও তুই থাকিস পাশে, আমার বয়স তো বেড়েই চলছে দিনে দিনে
আর কতদিন সংগ দিবি তুই আমাকে?
পাশে পাশে পায়ে পায়ে দিন চলে যাবে
এই রংয়ের দুনিয়ার অস্থায়ী আস্তানায়
আমার বসবাস প্রতিদিনের গল্পবলী ,
গল্পতরু রচনায় স্তব্দ করে দিতে চাইনা আমি-

আমি শুধু লাবণ্যনতায় , মুগ্ধতায় -
ঝলমলে রোদ্দুরে কবিতা তোকে শুধু চাই । যেদিন কবিতা আমি তোকে পাবো পাশে ,
সেদিন এই আমাকে তুই ঘিরে রাখিস ,
অন্ধকার চাইনা আর আমি ,
মহা শক্তিধর কলম হতুই হবি সেদিন ,
ক্রোধে চিৎকার করে কাকে ডাকবো , বল ?
চারুহাসি নিয়ে কবিতা তুই পাশে থাকিস ।
আমার মনে ছিলো যে প্রণয়ের ব্যাকুলতা
সামান্য কিছু প্রণয় তুই আমাকে দিস।
আমি প্রাণহীন হবো যখন ,
তখন আমি জানি ,কবিতা তুই
বিষ জ্বালা দিবিনা আমাকে ।
মিটে যাবে তোর সাথে আমার ভালবাসার চাওয়া ,না পাওয়ার হিসাব নিকাশ ,
পরিচিত কবিতার খোঁজে কেউ যেন খুঁজবে আমার সুহাসিনী কবিতাকে ,
কোন একদিন আমার এই প্রিয়
“কবিতার কাব্যকথার জীবণগল্প “–
নির্জনে বসে বসে কেউ হয়তো পড়বে ।
সেদিন কবিতা ,আমি জানি রে
তুই আমার পাশে আরো নিবীর হয়ে
আরো বেশী কাছে চল আসবি ।
শেষ হয়ে যাবে তোর সব কাব্যকথা ,
সাদা কাপড়ে মোড়ানো তুই , আহারে !
আমার শেষের প্রিয় কবিতা ,
আমার আত্মার সাথেই চিরবিদায় নিবে।

কবি বাবলী খান

বাংলাদেশ সময়: ১৫:১৩:৩৩   ৫৭৫ বার পঠিত   #  #  #