শুক্রবার, ১৫ মে ২০২০
ভাটিবাংলা সার্বজনীন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ৩৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
Home Page » প্রথমপাতা » ভাটিবাংলা সার্বজনীন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ৩৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণবঙ্গ-নিউজ-
বর্তমানে মহামারী করোনা ভাইরাস সারা বিশ্বকে গ্রাস করেছে। মানুষ আজ পড়েছে বিপাকে। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার সব থেকে বেশি। অনেক পরিবার আছে, যারা কোন ত্রাণ সামগ্রী এখনো পায়নি।
সেই দিক চিন্তা করে বিশেষ উদ্যোগ নিয়েছে ভাটিবাংলা সার্বজনীন পূজা উদযাপন পরিষদ। প্রথম পর্যায়ে তাদের সংগঠনের মাধ্যমে ৪০০ মাস্ক ও সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করে। দ্বিতীয় কার্যক্রমে আজ (১৫ মে,শুক্রবার) ৩৫০ জনকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
সংগঠনের নির্বাহী সদস্য, এস.কে রায় সুমন বলেন,বিশ্বব্যাপী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের ফলে কর্মহীন মানুষের মধ্যে উপহার সামগ্রী হিসেবে, আমাদের সামর্থ্য অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরণ করছি। ও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান। তাদের নিজস্ব ফান্ড থেকেই সাধারণ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি: পিংকু চৌধুরী সংগ্রাম, সিনিয়র সহ সভাপতি: অঞ্জন তালুকদার, সহ-সভাপতি: গোপাল চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক: রবীন্দ্র চন্দ্র দাশ, অর্থ সম্পাদক: পিপলু সমাজপতি, প্রচার সম্পাদক: প্রমোদ তালুকদার, নির্বাহী সদস্য: মিহির তালুকদার, হিতেন্দ্র কুমার দাশ, ও এস.কে রায় সুমন। আরো অন্যান্য সদস্য। সহযোগিতায় ছিলেনঃ জগদীশ সরকার।
বাংলাদেশ সময়: ২১:৩৪:৩৭ ৯৫৯ বার পঠিত #করোনাভাইরাস #খাদ্য সামগ্রী বিতরণ #পূজা #পূজা উদযাপন