শুক্রবার, ১৫ মে ২০২০

নিজের অর্থ না থাকলেও চেষ্টা করছে শিউলি আক্তার এই করোনাতে অন্যের সহযোগিতা করতে

Home Page » ফিচার » নিজের অর্থ না থাকলেও চেষ্টা করছে শিউলি আক্তার এই করোনাতে অন্যের সহযোগিতা করতে
শুক্রবার, ১৫ মে ২০২০



চেষ্টা করছে শিউলি  আক্তার

শাকিল খান ,  বঙ্গ-নিউজঃ  শিউলি আক্তার একজন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। ছোটবেলা থেকে আগারগাও শেরেবাংলা ঢাকায় দরিদ্র পরিবারে  বড় হন তিনি। তার এই দারিদ্র চাহিদাতে মন-মানসিকতা সবকিছু সমাজকে, বিপদগ্রস্ত ফ্যামিলিকে সেবা করার খুব ইচ্ছে আগ্রহ প্রকাশ করিয়েছে। সে দেখিইয়ে দিয়েছে পকেট অর্থ না থাকলেও শুধুমাত্র ভালোবাসা সহযোগীতার ইচ্ছে থাকেলে মানুষের এই অভাব-অনটনের মাঝে পাশে থাকা যায়। তাই সে এই বিশ্বব্যাপী বিপদগ্রস্ত করোনাই নিজের সহযোগিতায় তার পরিচিত মানুষের কাছে গিয়ে, বিভিন্ন জায়গায় জায়গায় বাড়ি বাড়ি ঘুরে ঘুরে মানুষের কাছে থেকে তার পরিচিত লোকের কাছে যতটুকু যা পেরেছে সে টাকা পয়সা চাল ডাল কখনো কখনো খিচুড়ি আর কখনোবা ভাত ডিম এইসব জোগাড় করে আগারগাঁও এলাকায় যত দরিদ্র পরিবার রয়েছে তাদেরকে সে সেবা করে চলেছে সহযোগিতা করে চলেছে। তাই আসুন আমরা সকলে এই সাধারণ মেয়ে শিউলি  আক্তার এর মত বাংলাদেশ যে যে এলাকায় দরিদ্র মানুষ রয়েছে  তাদের পাশে দাঁড়াই।

শিউলি আক্তার

বাংলাদেশ সময়: ২৩:৩৫:০৩   ৯৮০ বার পঠিত