বৃহস্পতিবার, ১৪ মে ২০২০

করোনায় আক্রান্ত হলেন সেই ভোক্তা অধিদফতরের মনজুর মোহাম্মদ শাহরিয়ার

Home Page » অর্থ ও বানিজ্য » করোনায় আক্রান্ত হলেন সেই ভোক্তা অধিদফতরের মনজুর মোহাম্মদ শাহরিয়ার
বৃহস্পতিবার, ১৪ মে ২০২০



 মনজুর মোহাম্মদ শাহরিয়ার

বঙ্গ-নিউজঃ   জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের আলোচিত কর্মকর্তা মনজুর মোহাম্মদ শাহরিয়ার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার রাতে মনজুর মোহাম্মদ শাহরিয়ার নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে বলে জানান তিনি।

তিনি বলেন, দুদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ দেখা দিলে সকালে রাজধানীর একটি হাসপাতালে পরীক্ষার জন্য যাই। তারা নমুনা সংগ্রহ করে। বিকালে হাসপাতাল থেকে ফোনে রেজাল্ট পজিটিভ এসেছে জানানো হয়। আগামীকাল সকালে অফিসিয়াল রিপোর্ট দেবে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ফোনে বিষয়টি জানার সঙ্গে সঙ্গে হোম কোয়ারেন্টিনে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার বর্তমানে অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক হিসেবে কর্মরত আছেন।

করোনা ঝুঁকি নিয়েই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন মাঠে অভিযান করেছেন তিনি।

রোজায় যেন অসাদু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম না বৃদ্ধি করে সেজন্য প্রতিদিন পাইকারি খুচরা বাজার ও বিভিন্ন আড়তে অভিযান চালিয়ে গেছেন। মাস্ক, হ্যান্ডগ্লাভস ও স্যানিটাইজার বেশি দামে বিক্রি হচ্ছে কিনা তার নজরদারিতে নিয়মিত বিভিন্ন সুপারশপ ও ফার্মেসিতে অভিযান চালিয়েছেন।

বাংলাদেশ সময়: ২:৫৪:৩০   ৮০৬ বার পঠিত   #  #  #