সোমবার, ১১ মে ২০২০
অত্যাধুনিক পরিবহন বিমান সংগ্রহের জন্য যুক্তরাজ্য গমন
Home Page » জাতীয় » অত্যাধুনিক পরিবহন বিমান সংগ্রহের জন্য যুক্তরাজ্য গমনস্বপন চক্রবর্তী. বঙ্গ-নিউজ:করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের ব্যপারে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। তড়িৎ গতিতে অতি দুর্গম অঞ্চলেও ত্রান এবং চিকৎসা সামগ্রী পৌঁছে দিচ্ছে। তারই প্রয়োজনে অত্যাধুনিক পরিবহন বিমান সংগ্রহ করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক (৫টি সি-১৩০জে) পরিবহন বিমান আনার জন্য বিমান বাহিনীর ১৫ সদস্যের একটি দল রবিবার যুক্তরাজ্যে রওয়ানা হয়েছে। বিমান বাহিনীর নিজস্ব ক্রুদের মাধ্যমে অত্যাধুনিক এই বিমানটি বাংলাদেশে আনা হবে। বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় এয়ার ক্রুরা বাংলাদেশ বিমানের একটি চ্যাটার্ড ফ্লাইটে যুক্তরাজ্যে রওয়ানা হয়েছেন। এই মিশনের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী।
এই মিশন সম্পন্ন করার জন্য বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। যুক্তরাজ্যের রয়েল এয়ার ফোর্সের সঙ্গে ক্রয় চুক্তি এবং মার্শাল এ্যারোস্পেস এন্ড ডিফেন্স গ্রুপের সঙ্গে রক্ষণাবেক্ষণ চুক্তির মাধ্যমে বিমানটি দ্বিতীয় সি-১৩০ বিমান হিসেবে বাহিনীতে সংযোজন হচ্ছে। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
আইএসপিআর আরও জানায়, বিমান বাহিনীর এয়ার ক্রুদের পাশাপাশি বিমান বাহিনীর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বাংলাদেশ বিমানের উক্ত চ্যাটার্ড ফ্লাইটের মাধ্যমে করোনা ভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশে আটকেপড়া যুক্তরাজ্যে গমনে ইচ্ছুক ব্যক্তিদেরও সেদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার এইচ ই সাদীয়া মুনা তাসনীমের সহযোগিতায় ওই বিমানেই যুক্তরাজ্যে আটকেপড়া প্রবাসী বাংলাদেশীদের দেশে ফিরিয়ে আনার হবে।
প্রসঙ্গত, করোনা ভাইরাস প্রতিরোধকল্পে বাংলাদেশ সরকার প্রকাশিত নীতিমালা অনুসরন করে বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে।
বাংলাদেশ সময়: ৯:৫১:১০ ৪৭৬ বার পঠিত # #করোনা ভাইরাস #মহামারি আকারে করোনা ভাইরাস #সারা বিশ্বে করোনা