সোমবার, ২২ জুলাই ২০১৩

চলতি অর্থবছরের মুদ্রানীতিতে ঋণপ্রবাহ বাড়বে

Home Page » অর্থ ও বানিজ্য » চলতি অর্থবছরের মুদ্রানীতিতে ঋণপ্রবাহ বাড়বে
সোমবার, ২২ জুলাই ২০১৩



3293ce943c66347c035418e97f68a838.jpgবঙ্গনিউজ ডটকমঃ চলতি অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতির কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।

বেসরকারি খাতে ঋণপ্রবাহ এবং কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্য নিয়ে চলতি মাসের শেষদিকে নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে বলে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এ মুদ্রানীতিতে প্রাধান্য পাবে বেসরকারি খাতে বিনিয়োগে ঋণপ্রবাহ বাড়াতে ব্যাংকগুলোকে উৎসাহিত করার বিষয়টি। উৎপাদনমুখী কর্মকান্ডে পর্যাপ্ত ঋণ যোগানে বিশেষ নজর দেবে বাংলাদেশ ব্যাংক।
ঘোষিত জাতীয় বাজেটকে অনুসরণ করেই মূদ্রানীতির কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। আরো যুগোপযোগী মুদ্রনীতি ঘোষণার জন্য কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিবিদ, ব্যবসায়ী, গবেষক, সাংবাদিক এবং গবেষণা প্রতিষ্ঠানসহ বিশিষ্টজনদের মধ্যে পর্যায়ক্রমে বৈঠকেরও কাজ শুরু করেছে।
এ খাতে ঋণ যোগানের ঊর্ধ্বসীমা আগের ১৮ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ দশমিক ৫ শতাংশে উন্নীতের লক্ষ্যমাত্রা ছিল।
বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক উপদেষ্টা ড. আখতারুজ্জামান বলেন, আমরা ব্যাংকার, অর্থনীতিবিদ, ব্যাবসায়ী ও সরকারী কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সম্ভাব্য মুদ্রানীতি চূড়ান্ত করবো। সকল ষ্টেক হোল্ডারদের পরামর্শ নেয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, এবারের মূদ্রানীতিতে সরকারি ঋণ কমিয়ে আনা এবং উৎপানশীল ও বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর চেষ্টা থাকবে।
সুত্র জানায়, বাংলাদেশ ব্যাংক মূদ্রানীতির মাধ্যমে প্রকৃত উৎপাদন বাড়িয়ে এবং আমদানি নিভর্রতা কমিয়ে পণ্যের যোগান বাড়ানোর চেষ্টা করবে। রপ্তানি প্রবৃদ্ধি ও নতুন বিনিয়োগে গতিশীলতা আনতে প্রবৃদ্ধি সহায়ক নীতি প্রণয়ণ করা হবে।

উল্লেখ্য, গত অর্থবছরের শেষার্ধের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণের প্রবাহ বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ‘ভারসাম্যমূলক’ মুদ্রানীতি ঘোষণা করেছিল বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ সময়: ১১:৫৩:৪৭   ৪৬০ বার পঠিত