রবিবার, ১০ মে ২০২০
সিলেট বিভাগে এই পর্যন্ত ২৭৯ জন করোনা রোগী সনাক্ত
Home Page » প্রথমপাতা » সিলেট বিভাগে এই পর্যন্ত ২৭৯ জন করোনা রোগী সনাক্ত
সিলেট প্রতিনিধি, বঙ্গ-নিউজ-
সিলেট বিভাগে এই পর্যন্ত (রোববার) সকাল পর্যন্ত ২৭৯ জনের করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
এর মধ্যে সিলেটে ৮৬ জন, সুনামগঞ্জে ৬০ জন, হবিগঞ্জে ৯৩ জন এবং মৌলভীবাজারে ৪০ জন আক্রান্ত রোগী আক্রান্ত। এই পর্যন্ত সিলেট বিভাগে ১৭ জন রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ৯, সুনামগঞ্জে ৭ ও হবিগঞ্জে ১ জন।
আক্রান্তদের মধ্যে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১১৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেটে ২৯ জন, সুনামগঞ্জে ৩২ জন, মৌলভীবাজারে ১ জন এবং হবিগঞ্জে ৫৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী রোববার (১০ মে) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১০৪৩৫ জনকে এবং কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৮৭৯৭ জনকে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ১৬৩৮ জন। এর মধ্যে সিলেটে ২৬৪, সুনামগঞ্জে ৭২৫, হবিগঞ্জে ২৮২ ও মৌলভীবাজারে ৩৬৭ জন।
অপরদিকে, এ পর্যন্ত হাসপাতালে কোয়ারেন্টিনে আছেন সিলেট বিভাগে ২২৪ জন। এর মধ্যে সিলেটে ৭৬, সুনামগঞ্জে ১৭, হবিগঞ্জে ১১৯ ও মৌলভীবাজারে ১২ জন।
এই বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট-এর সহকারী পরিচালক ডা: আনিসুর রহমান।
বাংলাদেশ সময়: ২১:০০:৫৬ ৫৭৫ বার পঠিত # #করোনাভাইরাস #সিলেট