সোমবার, ২২ জুলাই ২০১৩
ছোটপর্দায় উপস্থিত বড়পর্দায় অনুপস্থিত
Home Page » বিনোদন » ছোটপর্দায় উপস্থিত বড়পর্দায় অনুপস্থিতবঙ্গনিউজ ডটকমঃ একটা সময় ছিল যখন ঈদ মানেই বড়পর্দায় উপস্থিতি ছিল মৌসুমী, পপি, শাবনূরের। গত কয়েক বছরে তা একেবারেই দেখা যায় না বললে চলে। সময়ের ধারাবাহিকতায় সে জায়গায় শেষ কয়েক বছরে দেখা গেছে পূর্ণিমা, অপু বিশ্বাস, সাহারা ও নিপুণদের। এখন সেখানে আছেন নতুন প্রজন্ম মাহি, বর্ষারা। আসছে ঈদে তাদের সঙ্গে থাকছেন অপু বিশ্বাসও। মৌসুমী, পপি, পূর্ণিমা ঈদ আয়োজনে বড়পর্দায় উপস্থিত না থাকলেও ছোটপর্দায় থাকছেন- এমনটা ইতিপূর্বেও দেখা গেছে। এরই মধ্যে নিশ্চিত হয়েছে, নাটক-টেলিফিল্মের মধ্য দিয়ে আসছে ঈদে মৌসুমী, পপি, পূর্ণিমার ছোটপর্দায় উপস্থিতি থাকছে। মৌসুমী এরই মধ্যে ‘আমি কিছু বলতে চাই’ নাটকে অভিনয় করেছেন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল। এতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন সমাপ্তি। নাটকে আরও অভিনয় করেছেন লিটন আহমেদ, স্বপন মিয়াজি ও আরও অনেকে। এদিকে মৌসুমী খুব শিগগিরই ঈদের আরও একটি নাটকে অভিনয় করবেন বলে জানা গেছে। অন্যদিকে পপি এরই মধ্যে দুটি টেলিফিল্মে অভিনয় করেছেন। এগুলো হলো- ‘নবনীতা তোমার জন্য’ এবং ‘আমি ভালোবাসি’। বি ইউ শুভর পরিচালনায় ‘নবনীতা তোমার জন্য’ টেলিফিল্মে পপির বিপরীতে অভিনয় করেছেন নায়ক আমিন খান এবং ‘আমি ভালোবাসি’তে চঞ্চল চৌধুরী। এছাড়াও সজলের বিপরীতে একটি নাটকে অভিনয় করেছেন পপি। পূর্ণিমা অভিনয় করেছেন রাজিবুল ইসলামের পরিচালনায় ‘আয় খুকু আয়’ এবং নুজহাত আলভী আহমেদের পরিচালনায় ‘আমার আকাশে নীল মেঘ’। এরই মধ্যে দুটি নাটক-টেলিফিল্মই ঈদে প্রচারের বিষয়ে চূড়ান্ত হয়েছে। চলচ্চিত্র তারকাদের হরহামেশা টেলিভিশন পর্দায় উপস্থিতি প্রসঙ্গে মৌসুমী বলেন, শুধু বিশেষ দিবসের আয়োজনেই আমার ছোটপর্দায় উপস্থিতি দেখা যায়। পাশাপাশি আমাদের পারিবারিক প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত নাটকেই বেশিরভাগ আমার অভিনয় করা হয়ে থাকে। পপি বলেন, আমি সবসময় দর্শকের ভালবাসা পেয়েছি। সেদিক থেকে আমি মনে করি তাদের কাছে আমার দায়বদ্ধতা আছে। সেই বিষয়টি মাথায় রেখেই ঈদে দর্শকের বাড়তি কিছু বিনোদন দিতেই কাজ করলাম। তাছাড়া নতুনদের মধ্যে যারা টিভিপর্দায় কাজ করছেন তাদের কাজের মানও খুব ভাল। তাদের সঙ্গে কাজ করে মনে হয়েছে তারা চলচ্চিত্র বানালেও ভাল করবে। পূর্ণিমা বলেন, চলচ্চিত্রে আর অভিনয় করছি না। তাই নাটক-টেলিফিল্ম আর বিজ্ঞাপনেই কাজ করছি। মৌসুমী, পপি এবং পূর্ণিমা অভিনীত এসব নাটক ও টেলিফিল্ম ছাড়াও আসছে ঈদে ছোটপর্দায় তাদের মুক্তি পাওয়া বেশ কয়েকটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এছাড়াও বিভিন্ন আলাপচারিতা অনুষ্ঠানেও তাদের অংশগ্রহণ করতে দেখা যাবে। মৌসুমী অভিনীত আসছে ঈদে যেসব সিনেমা ছোটপর্দায় প্রচার হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘দেবদাস’, ‘মোল্লাবাড়ির বউ’, এক বুক জ্বালা’সহ আরও কয়েকটি। এদিকে অতি সমপ্রতি মৌসুমী শুটিং শেষ করেছেন ‘কিছু আশা কিছু ভালোবাসা’। এ ছবিতে তার নায়ক ফেরদৌস। অন্যদিকে একই নায়কের সঙ্গে ‘এক কাপ চা’ ছবিটি মুক্তি অপেক্ষায় আছে। পপি অভিনীত ছবি মুক্তির অপেক্ষায় আছে নার্গিস আক্তারের পরিচালনায় ‘পৌষ মাসের পিরিতি’। এছাড়া বর্তমানে তিনি গাজীপুরে একটি ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন। ছবির নাম ‘চার অক্ষরের ভালোবাসা’। এ ছবিতে তার নায়ক হিসেবে আছেন নীরব। পূর্ণিমা অভিনীত ‘টু বি কন্টিনিউড’ এরই মধ্যে নির্মাণ শেষ হয়েছে। তার অভিনীত মুক্তি অপেক্ষায় আছে সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘লোভে পাপ পাপে মৃত্যু’ এবং মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘ছায়া-ছবি’।
বাংলাদেশ সময়: ১১:৫০:০০ ৪৯৩ বার পঠিত