শনিবার, ৯ মে ২০২০
পুনরায় সিলেটে দোকান ও মার্কেট বন্ধ করার সিদ্ধান্ত
Home Page » প্রথমপাতা » পুনরায় সিলেটে দোকান ও মার্কেট বন্ধ করার সিদ্ধান্ত
সিলেট প্রতিনিধি, বঙ্গ-নিউজ:
সিলেট সিটির মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সিলেট নগর ভবনে (৮ই মে) এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সিলেটের সকল ব্যাবসায়ী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সিলেট কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। সবার মতামতের ভিত্তিতে করোনা ভাইরাসের জন্য আরো কিছুদিন মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
উক্ত সভায় যে সব পদক্ষেপ নেওয়া হয়েছে তা হলো: কাঁচা বাজারের নামে জটলা সৃষ্টি করা যাবে না। ফুটপাতে কোন প্রকার হকার বসতে পারবে না। একজন ব্যাবসায়ী নিজ তত্ত্বাবধানে দোকান খুলতে পারবে না। যে সব ব্যাবসা প্রতিষ্ঠান আছে ঐ সব ব্যাবসা প্রতিষ্ঠানের সকল কর্মচারীদের ভেতন দেওয়া সহ নানাবিধ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
মেয়র আরিফুল হক চৌধুরী ব্যাবসায়ীদের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন । ও তিনি বলেন পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সিলেট নগরী লকডাউন থাকবে।
বাংলাদেশ সময়: ১:১৫:১৬ ৫২৩ বার পঠিত