বৃহস্পতিবার, ৭ মে ২০২০
ভাঙ্গায় ফরিদউদ্দিন মাসউদ ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণ
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় ফরিদউদ্দিন মাসউদ ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণ
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় মুফতীয়ে আজম আল্লামা ফরিদউদ্দিন মাসউদ ফাউন্ডেশনের উদ্যোগে কওমি মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন ও শিক্ষকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদানীনগর মাদ্রাসায় এ ত্রাণ বিতরণ করা হয়।
সরেজমিনে, মাদানীনগর মাদ্রাসা প্রাঙ্গণে ৪৬ জন কওমি মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন ও শিক্ষকদের মাঝে জরুরী খাদ্য সামগ্রী সহযোগিতা বিতরণ করা হয়। মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা আহমাদ মাসরুর এর ব্যবস্থাপনায় ফরিদউদ্দিন মাসউদ ফাউন্ডেশনের উদ্যোগে চাল, আলু, ডাল, তেল, লবন ও সাবান করা হয়। এ সময়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, আলী হায়দার প্রমূখ।
এ বিষয়ে মাওলানা আহমাদ মাসরুর বলেন, আজ ৪৬ জনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ভারতে হিন্দুরা মুসলিমদেরকে নির্বিচারে হত্যা ও অত্যাচার করেছে। কিন্তু, আমরা এ সময়ে হিন্দুদেরকেও সহযোগিতা করেছি। তাদেরকেও সহযোগিতা করা হবে। ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৬:১১:০৯ ৬১৭ বার পঠিত #ত্রাণ বিতরণ #ফরিদউদ্দিন মাসউদ ফাউন্ডেশন #ফরিদপুর #ভাঙ্গা