বৃহস্পতিবার, ৭ মে ২০২০

পাঁচগাও সীমান্তে বিজিবির তত্ত্বাবধানে ত্রান বিতরন

Home Page » সংবাদ শিরোনাম » পাঁচগাও সীমান্তে বিজিবির তত্ত্বাবধানে ত্রান বিতরন
বৃহস্পতিবার, ৭ মে ২০২০



---আল-আমিন সালমান, বঙ্গ-নিউজঃনেত্রকোনা ব্যাটলিয়ান (৩১ বিজিবি) কর্তৃক বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে কলমাকান্দা উপজেলা ও মধ্যনগর থানার সীমান্তবর্তী কর্মহীন ও হতদরিদ্র  ২০০ টি পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।

আজ (৭ ই মে) সকাল ১০ টায়  কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়নের শিংকাটা নামক স্থানে ত্রাণ সামগ্রী বিতরন করেন নেত্রকোনা বিজিবি-৩১ ব্যাটলিয়ানের উপ-অধিনায়ক মেজর  নুরুদ্দিন মাকসুদ,পাঁচগাও ক্যাম্প কমান্ডার সুবেদার শফিকুল ইসলাম, মহেষখলা ক্যাম্প কমান্ডার  নায়েক সুবেদার শহিদুল ইসলাম, মোহনপুর  ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মাহতাব উদ্দিন। এছাড়াও বিজিবির সদস্যবৃন্দ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  এছাড়াও গত ৪ ও ৫ মে ধারাবাহিকভাবে ময়মনসিংহ সীমান্তের ধোবাউড়া, নেত্রকোনা জেলার দূর্গাপুর সীমান্তে আরোও ৮০০ টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরন করা হয়েছে। এইনিয়ে সর্বমোট ১ হাজারটি পরিবারকে এই ত্রান সহযোগিতা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১২:৪৬   ৭৩৩ বার পঠিত   #  #