বৃহস্পতিবার, ৭ মে ২০২০
‘নাদ’ এর আয়োজনে সপ্তাহব্যাপী অনলাইনে বিশ্বকবির জন্মতিথির অনুষ্ঠান শুরু হচ্ছে আজ থেকে
Home Page » বিনোদন » ‘নাদ’ এর আয়োজনে সপ্তাহব্যাপী অনলাইনে বিশ্বকবির জন্মতিথির অনুষ্ঠান শুরু হচ্ছে আজ থেকে
বঙ্গ-নিউজঃ এই মহামারী নভেল করোনা ভাইরাস হেতু, আমরা সবাই আজ ঘর বন্ধি কিন্তু কবিগুরুর জন্মতিথি প্রতি বছর উদ্দাম, উৎসাহ ও শ্রদ্ধা সহকারে সারা বিশ্বে পালিত হয়ে থাকে.
আজ যত প্রতিকূল পরিস্থিতি ই আসুক না কেন, “নাদ ” ( সাঙ্গীতিক গবেষণা মূলক সংগঠন ) এক সপ্তাহ ব্যাপী পশ্চিম বঙ্গ ও বাংলাদেশ এর রবীন্দ্র অনুরাগী, সুধী জন নিজ নিজ বাসস্থান থেকে ভিডিওর মাধ্যমে কবি গুরুর 160.তম জন্মদিন বার্ষিকী পালনে ব্রতী হয়েছি. 7.5.2020 সন্ধ্যা 7 ঘটিকায় আমাদের প্রথম এপিসোড দেখুন ফেস বুক এ, এবং আগামী সাত দিন রোজ বিভিন্ন দুই বাংলার শিল্পীদের রবীন্দ্র নৃত্য, গান, আবৃতি ও স্ক্রিপ্ট উপভোগ করুন.
আমি নিশ্চিত এই মনোজ্ঞ উপস্থাপনা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে।
আমন্ত্রণে
ঋত্বিক বন্দ্যোপাধ্যায়
অবৈতনিক সম্পাদক
নাদ ( গবেষণামুলক সাঙ্গীতিক সংগঠণ ) কলকাতা
বাংলাদেশ সময়: ১০:৪৭:২০ ১৪৯৮ বার পঠিত #জন্মতিথি #নাদ #বিশ্বকবি