বুধবার, ৬ মে ২০২০
ভাঙ্গায় ওয়ার্ডে ত্রাণ দিলেন সমাজ সেবক ওসমান মাতুব্বর
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় ওয়ার্ডে ত্রাণ দিলেন সমাজ সেবক ওসমান মাতুব্বর
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় চলমান করোনা পরিস্থিতিতে পৌরসদরের দুইশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তরুণ সমাজ সেবক ও ব্যবসায়ী মো. ওসমান মাতুব্বর।
তিনি আইয়ুব আলী মাতুব্বরের ছেলে ও পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসীন্দা।
জানা যায়, সম্প্রতি বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাসের (কোভিড-১৯) জন্য বাংলাদেশে জীবন যাত্রার মান স্থবির হয়ে পড়েছে। করোনা সংক্রমণ রোধে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ায় বিপাকে পড়ে অসহায় দিন যাপন করছেন ভাঙ্গা উপজেলা ও পৌরসভার মধ্য বিত্ত ও নিম্ন শ্রেণীর লোকজন। এসব অসহায় পৌরসভার ৪নং ওয়ার্ডের দুইশ পরিবারের লোকদের জন্য নিজস্ব তহবিল থেকে পাঁচ কেজি চাল, এক কেজি আলু, এক কেজি ডাল বিতরণ করেছেন ব্যবসায়ী মো. ওসমান মাতুব্বর।
এ বিষয়ে তরুণ সমাজ সেবক ও ব্যবসায়ী মো. ওসমান মাতুব্বর বলেন, যথাসাধ্য চেষ্টা করছি আমার ওয়ার্ডের গরীব ও অসহায় লোকজনদেরকে সহযোগীতার জন্য। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান করছি, আপনারা সামর্থ অনুযায়ী যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিন।
বাংলাদেশ সময়: ২০:৫২:২৬ ১৩৯২ বার পঠিত #করোনা ভাইরাস #ত্রাণ বিতরণ #ফরিদপুর #ভাঙ্গা