শনিবার, ২ মে ২০২০

ভাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ৩৭ হাজার ৪০০ টাকা জরিমানা

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ৩৭ হাজার ৪০০ টাকা জরিমানা
শনিবার, ২ মে ২০২০



ভ্রাম্যমান আদালতে জরিমানা
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ১৬জন ব্যবসায়ীকে মোট ৩৭ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে ভাঙ্গা পৌর বাজার ও পুকুরিয়া বাজার অভিযান পরিচালনাকালে তাদেরকে জরিমানা করা হয়।
এদের মধ্যে ভাঙ্গা বাজারের তরকারী ব্যবসায়ী মো. জাহাঙ্গীর মাতুব্বরকে (৫০) এক হাজার টাকা, নুরু মাতুব্বরকে (৪০) এক হাজার টাকা, মাহাবুবুর ফকিরকে (২৮) এক হাজার টাকা, সম্পা গার্মেন্টসের শন্ত্র মিত্রকে (৩৫) সাত হাজার টাকা এবং এশিয়ান গার্মেন্টসের নুর নবীকে (৪৪) পাঁচ হাজার টাকা, হাওলাদার স্টিল কিংয়ের ফারুক তালুকদারকে (৫০) চারশ টাকা। পুকুরিয়া বাজারের ব্যবসায়ী জাহিদকে (৪০) এক হাজার টাকা, আজিম চৌধুরীকে (৫৫) দুই হাজার টাকা, পবিত্র সাহাকে (৩০) দুই হাজার টাকা, সামচুর রহমান সুমনকে (৩৩) দুই হাজার টাকা, জামালকে (৩৫) দুই হাজার টাকা, এনামুল হককে (৩৫) তিন হাজার টাকা, শহিদুল ইসলামকে (৩৬) দুই হাজার টাকা, মিজানুর রহমানকে (৪২) তিন হাজার টাকা, এমদাদ হককে (৩২) দুই হাজার টাকা, রানাকে (২৮) তিন হাজার টাকা জরিমানা করা হয়।

সরেজমিনে, জনস্বাস্থ্য, নিরাপত্তা, সুবিধা, শোভনতা ও নৈতিকতা সংক্রান্ত ১৮৬০ সালের সঙ্গরোধ সংক্রান্ত নিয়ম অমান্য করায় (২৭১ ধারা) ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযান পরিচালনা করে ভাঙ্গা পৌর বাজার ও পুকুরিয়া বাজারের ১৬জন ব্যবসায়ীকে ৩৭ হাজার ৪০০ টাকা জরিমানা করেছেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুত্রে জানা গেছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল-আমিন বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে দোকানগুলি বন্ধ রাখার নির্দেশ ছিল। এ আদেশ অমান্য করায় তাদেরকে জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৫৯:৩৪   ১৩০০ বার পঠিত   #  #  #  #