শনিবার, ২ মে ২০২০

ভাঙ্গায় “ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশ” এর উদ্যোগে ত্রাণ বিতরণ

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় “ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশ” এর উদ্যোগে ত্রাণ বিতরণ
শনিবার, ২ মে ২০২০



ত্রাণ বিতরণ করা হচ্ছে

ব্যুরো চিফ, ফরিদপুর:

ফরিদপুরের ভাঙ্গায় ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের উদ্যোগে কওমি মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন ও শিক্ষকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।শনিবার সকালে মাদানীনগর মাদ্রাসায় এ ত্রাণ বিতরণ করা হয়।

জানা গেছে, ইসলাহুল মুসলিমীন পরিষদ ভাঙ্গা শাখার উদ্যোগে মাদানীনগর মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মাসরুর আহমেদ ১০ কেজি চাউল, ৫ কেজি আলু, ১ কেজি ডাউল, ১ কেজি তেল, ১ কেজি লবন ও ২টি হুইল সাবান প্রায় ৩০ জন কওমি মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন ও শিক্ষকদের মাঝে বিতরণ করা হয়। বিতরণের সময়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, আলী হায়দার প্রমূখ।

এ বিষয়ে মাওলানা শহিদুল ইসলাম বলেন, আজ ৩০ জন কওমি মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন ও শিক্ষকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে কওমী মাদ্রাসায় কর্মরত অন্যদের মাঝেও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮:১২:৫৪   ৬৫৭ বার পঠিত   #  #  #  #