শুক্রবার, ১ মে ২০২০
পরীক্ষা নয়; গণস্বাস্থ্যের কিটের “কার্যকারিতা পরীক্ষার” অনুমতি পেল
Home Page » জাতীয় » পরীক্ষা নয়; গণস্বাস্থ্যের কিটের “কার্যকারিতা পরীক্ষার” অনুমতি পেলবঙ্গ-নিউজ: পরীক্ষার নয়; গণস্বাস্থ্যের কিটের “কার্যকারিতা পরীক্ষার” অনুমতি পেল। গণস্বাস্থ্য উদ্ভাবিত করোনা ভাইরাসের র্যাপিড কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য অনুমোদন দেয়া হয়েছে, তা সরাসরি রোগীর জন্য পরীক্ষার অনুমোদন এখনো দেয়া হয়নি। এ বিষয়ে বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ভুলের বিষয়টি নজরে আসার পর ওষুধ প্রশাসন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করে।
ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সংবাদ মাধ্যম এ মর্মে সংবাদ পরিবেশিত হচ্ছে যে, মেসার্স গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লি. কর্তৃক উদ্ভাবিত ‘জিআর কভিড-১৯ র্যাপিড ডট বল্ট ইমিউনেসি’ কিটের পরীক্ষার জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদন প্রদান করা হয়েছে। যা সঠিক নয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকৃত পক্ষে কিটের কার্যকারিতা পরীক্ষা (পারফর্মেন্স ট্রায়েল) করার জন্য নিয়ম মেনে ঔষধ প্রশাসন কর্তৃক অনুমোদিত ‘সিআরও-৩: আইসিডিডিআর’বি’ এবং ‘সিআরও-১০: বিএসএমএমইউ’ কর্তৃক সম্পন্ন করার জন্য গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লি.-এর আবেদনের প্রেক্ষিতে অনুমতি প্রদান করা হয়েছে।
এই কিটের কার্যকরী বা ‘পারফর্মেন্স ট্রায়েল শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ সময়: ১১:১০:২৭ ৬৪০ বার পঠিত # #করোনা ভাইরাস #মহামারি আকারে করোনা ভাইরাস #সারা বিশ্বে করোনা