বুধবার, ২৯ এপ্রিল ২০২০
নগরীতে আবারো আক্রান্ত এক দম্পতি
Home Page » প্রথমপাতা » নগরীতে আবারো আক্রান্ত এক দম্পতি
পবিত্র সরকার, বঙ্গ-নিউজ-
এবার স্ত্রী সহ নগরীর এক চিকিৎসক দম্পত্তি করোনা আক্রান্ত হলেন। এর আগে ৫ এপ্রিল নগরিতে এক চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে ১৫ এপ্রিল তিনি মারা যান। নতুন করে এই চিকিৎসক দম্পত্তির করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে সোমবার। সোমবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে এই দম্পতির করোনা শনাক্ত হয়।
চিকিৎসকের পরিবার ঘনিষ্ট একটি সূত্রে জানা যায়,আক্রান্ত হওয়া দম্পতির স্বামী ঢাকায় স্বাস্থ্য বিভাগে কর্মরত এবং স্ত্রী নগরীর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। সম্প্রতি স্বামী ঢাকা থেকে সিলেট ফেরেন। সোমবার তাদের নমুনা পরীক্ষা করা হলে দুজনেরই করোনাভাইরাস শনাক্ত হয়।
বাংলাদেশ সময়: ৪:১৯:২৩ ৪৪২ বার পঠিত #করোনাভাইরাস #চিকিৎসক করোনা আক্রান্ত