রবিবার, ২৬ এপ্রিল ২০২০

মূর্খ মানুষ তর্ক করে -নূরুল ইসলাম বিপিএম

Home Page » সাহিত্য » মূর্খ মানুষ তর্ক করে -নূরুল ইসলাম বিপিএম
রবিবার, ২৬ এপ্রিল ২০২০



মূর্খ মানুষ তর্ক করে

অতিবিন্দুসম করোনা’র বেড়াজালে আটকে গেলো সব,
ক্ষমতার দাম্ভিকতা ছিলো যাদের সবাই হয়েছে নীরব!
কে বিন্দু কে সিন্ধু কে বড় কার?
ব্যর্থ হয়েছে শক্তির কলাকুশল ব্যর্থ হয়েছে অহংকার!
এখানেই সৃষ্টিতে স্রষ্টার বড় অবদান,
কেহ নয় বড় কেহ নয় ছোট-সৃষ্টিতে তার সবাই সমান সমান।
মূর্খ মানুষ তর্ক করে দেয় না কাউকে সে ছাড়,
নিজের জ্ঞান গরিমার বড়াই করে,ছোট বলে খর্ব করে সবার অধিকার!
ছোট-বড় দেখেছো যা,সে তোমার দৃষ্টির হেরফের,
মনে রেখ,ক্ষুদ্র কণিকায় কণিকায় জন্ম হয়েছে এ মহাবিশ্বের।
অতিকায় সুবৃহৎ ভেবে কেন করো নিজেকে অপমান!
ঐ ক্ষুদ্র কণিকাগুলিই দিয়েছে তোমায় বড় হবার মর্যাদা দান।
ওরা যদি ফিরে গিয়ে আপন গন্ডিতে করে বসবাস,
তবে তোমার অস্তিত্ব পাল্টে গিয়ে হবে সর্বনাশ!
ভেদাভেদ ভূলে মেনে নাও সবাই সমান,
তুমি আমি সে এবং সবকিছু একই সুত্রে গাঁথা,একই স্রষ্টার দান।

নূরুল  ইসলাম বিপিএম

বাংলাদেশ সময়: ২:৫১:৫৯   ৯৬৫ বার পঠিত