শনিবার, ২৫ এপ্রিল ২০২০
কৃষকের পাশে সবরকমের সহযোগিতা ৫০০০হাজার কোটি টাকা কৃষি প্রনোদনা -ড. মো. আব্দুর রাজ্জাক
Home Page » অর্থ ও বানিজ্য » কৃষকের পাশে সবরকমের সহযোগিতা ৫০০০হাজার কোটি টাকা কৃষি প্রনোদনা -ড. মো. আব্দুর রাজ্জাক
বিশেষ প্রতিনিধি, বঙ্গ-নিউজঃ বর্তমান করোনা মহামারী পরিস্থিতে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক আজ তাঁর সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় বলেন, কৃষি মন্ত্রণালয়ের নানান উদ্যোগের ফলে হাওরের কৃষকেরা ভালভাবে ধান কাটতে পারছে, ইতোমধ্যে ৪৪% ধান কর্তন করে ঘরে তুলতে পেরেছে। মানণীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এই কৃষিক্ষেত্রে , ৫০০০ কোটি টাকা বিশেষ প্রনোদনা মাত্র ৪% সুদে ঘোষণা দিয়েছেন , বাড়ির আশেপাশে এবং কোনো জায়গা ফেলে না রেখে ফসল ফলানোকে গুরুত্ব দিতে নির্দেশ দিয়েছেন। অস্বাভাবিক বৃষ্টিপাত বা আগাম বন্যা না হলে যে গতিতে ধান কাটা চলছে, তাতে হাওরের কৃষকেরা সময়মতো ধান ঘরে তুলতে পারবে। । এসময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, জেলা পুলিশ, স্বাস্থ্য বিভাগ এবং জেলা/উপজেলা/ইউনিয়ন কৃষি বিভাগকে ধন্যবাদ জানান। পাশাপাশি কৃষিমন্ত্রী সামাজিক সচেতনতার ফলে বিভিন্ন রাজনৈতিক সংগঠন-কৃষকলীগ, ছাত্রলীগ, সামাজিক সংগঠন, স্কুল-কলেজের ছাত্র-শিক্ষকসহ নানান পেশার মানুষ যারা ধান কাটায় এগিয়ে এসেছেন, কৃষকের ধান কেটে দিচ্ছেন তাঁদের সকলকে ধন্যবাদ জানান।
দেশের বিভিন্ন এলাকা থেকে কৃষি শ্রমিকরা যাতে ধান কাটা এলাকায় যাতায়াত করতে পারে তার ব্যবস্থা নেওয়া হয়েছে , ধান কাটার ম্যাশিন কম্বাইন্ড হার্ভেস্টার , রিপার প্রভৃতি প্রদান করা হয়েছে। এছাড়া বিভিন্ন মন্ত্রনালয়ের সঙ্গে সমন্বিতভাবে কৃষি মন্ত্রনালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ সক্রিয়ভাবে যুক্ত আছেন। কৃষিমন্ত্রনালয় কৃষকের পাশে সবরকমের সহযোগীতা নিয়ে দাড়িয়েছে, দেশের জনগণকে সঙ্গে নিয়ে মানণীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা পালন করে এই মহামারীকে মোকাবেলার জন্য তিনি সকলস্তরের মানুষকে আহবান জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২২:০৩:১৭ ১২৪৭ বার পঠিত