শনিবার, ২৫ এপ্রিল ২০২০
হাসুসিয়ান আবু তালহা বিন মনিরের কবিতা “জাগবে মানবতা”
Home Page » বিবিধ » হাসুসিয়ান আবু তালহা বিন মনিরের কবিতা “জাগবে মানবতা”জাগবে মানবতা
আবু তালহা বিন মনির
যদি শিশির ঝরা সুরভিত সেই ভোরে,
পাখির কলকাকলিতে আর-
চারদিক মুখরিত না হয়।
তবে ঘাবড়ে যেও না এই ভেবে,
আর কখনো পাখি ডাকবে না ভোরে।
এক সকালে আবারো আসবে সেই পাখি,
যার পদদলে প্রাণ ফিরে পাবে বৃক্ষ।
সু-মধুর কণ্ঠে আবারো জাগাবে-
মানবতার রুদ্ধ কণ্ঠ।
সুললিত সেই পাখির কণ্ঠে,
মানবতার দমকা হাওয়া-
ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে।
চারদিকে তখন উল্লাসিত কণ্ঠে,
মানবতার বাণী কণ্ঠস্থ হবে।
লেখক-
আবু তালহা বিন মনির
কবি ও প্রাবন্ধিক
সাধারণ সম্পাদক,
হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা(হাসুস)-বাংলাদেশ,
সুনামগঞ্জ জেলা শাখা।
বাংলাদেশ সময়: ২১:১২:৫৬ ৬১৭ বার পঠিত